চিন্তন নিউজঃ- ৫ ই অগাষ্টঃশিবানী দাশগুপ্তঃ-আজ সিপিআইএম ডানলপ,বাঁশবেড়িয়া ও চন্দ্রহাটি এরিয়া কমিটির অফিস এ কাকাবাবুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সি আই টি ইউ নেতা কমরেড কানাই মজুমদার,পার্টি এরিয়া কমিটির নেতৃবৃন্দ কমঃ শিবানী দাশগুপ্ত,সুব্রত দাশগুপ্ত,তরুন চ্যাটার্জী সহ অনান্য নেতৃবৃন্দ।
প্রনব কূমার ঘোষ:- গত ২রা আগষ্ট থেকে সারা ভারত ছাত্র ব্লক এবং যুবলীগের সহযোগিতায় বাঁশবেড়িয়া ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে রাজ্যের স্নাতক স্তরে কলেজে ভর্তির জন্য বিনা ব্যয়ে যে ছাত্র ছাত্রীদের ফর্ম ফিলাপ কর্মসূচি চলছে আজ তা চারদিনে পদার্পণ করল , আজ পার্টির রাজ্য সম্পাদক কমরেড নরেন চট্টোপাধ্যায় হঠাৎই এই কর্মসূচিতে উপস্থিত হলেন ,উনি এই কাজের জন্য সকল কে শুভেচ্ছা জানালেন এবং ছাত্র যুবদের উৎসাহিত করলেন,বললেন দারুন উদ্যোগ বহু ছাত্র ছাত্রী উপকৃত হচ্ছেন,নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত ছাত্র যুবদের ভূমিকা এই রকমই হওয়া উচিৎ বলে শুভেচ্ছা জানালেন।