জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ- পার্থ চ্যাটার্জীঃ-ভারতীয় গণনাট্য সংঘের অভিযাত্রী শাখার ৭৫তম বর্ষ উপলক্ষে আজ ১৩ ই আগষ্ট শনিবার উদ্বোধনী অনুষ্ঠান সূচনা  হলো। অত্যন্ত উদ্দীপনা উৎসাহের সাথে আজকের এই অনুষ্ঠান শুভ সূচনা হয়। প্রারম্ভিক বক্তব্য রাখেন গণনাট্য সংঘের রাজ্য সভাপতি মাননীয় হিরন্ময় ঘোষাল মহাশয়। সকল উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান সংঘের সভাপতি রমেন চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বামফ্রন্টের চেয়ারম্যান মাননীয় বিমান বসু। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষনে গণনাট্যের উপযোগীতা এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা বাখ্যা করেন। তাঁর মনোগ্রাহী বক্তব্য সবশ্রেণীর মানুষের মধ‍্যে ব‍্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। এরপর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছোট ছোট ছেলেমেয়েদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে।

দেবারতি বাসুলীঃ-” পাড়া থেকে নবান্ন, চোর ধরো, জেল ভরো” সিপিআইএম শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটি র একটা মিছিল, সামনে অনুব্রত মন্ডল সাজানো একজন আর তাতেই পুলিশের আপত্তি। আই সি শ্রীরামপুর থানা, ACP -II, Chandannagar Commissionerate এর উপস্থিতিতে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি তারপর অনেক কে গ্রেপ্তার করা হলো। পুরো ভীড় তখন রাগে গড়গড় করছে, শ্লোগান দিচ্ছে, মাহেশের জিটি রোড অবরুদ্ধ, প্রিজন ভ্যান তখন থানার পথে আমরা ভিতর থেকে ফ্ল্যাগ ভ্যানে ঝুলিয়ে চিৎকার করে শ্লোগান দিতে দিতে থানার ভিতর, গেট বন্ধ, বাইরে অসংখ্য কর্মী দরদীদের ভীড় বাড়ছে। আর ভিতরেও একপর্যায়ে ধস্তাধস্তি করে ফোন কেড়ে নেওয়া। জমায়েত বাড়ছে, উর্দিবাবুরা চাপে পড়ে পাল্টা হুমকি দিতে থাকে মিছিলে উপস্থিত সকলকে। ‘ওদের বাইরে শ্লোগান দিতে বারণ করুন নয়তো আপনাদের ছাড়বোনা ‘, সবার একটাই কথা শ্লোগান চলবে, আটকালে আটকান! বাদশা, সুজিত, তমোঘ্ন, নবনীতা সঞ্জয় দের শ্লোগানে তখন আস পাশের বেড়িয়ে আসা লোকের ভীড়, রাস্তা ব্লক, বাধ্য হলো ছাড়তে। বেড়িয়ে এসে আবার গগন ভেদী শব্দে শ্লোগানের ঝড়। বিকাল ৫ টা থেকে রাত প্রায় ১০ টা এতেই কেটে গেল, ক্লান্ত সারাদিনের পর কিন্তু আশাবাদী, ময়দান ছাড়তে না শেখা পার্টিটা লড়াই ঠিক জিতে নেবে, চোরেরা হারবে।

জয়দেব ঘোষঃ-আসাম রোড, জি টি রোড এবং সপ্তগ্রাম স্টেশনে যাওয়ার মূল রাস্তা (বাঁশবেড়িয়া ১ নম্বর রেলগেট)এইটা….
দীর্ঘদিন ধরে এইভাবে রয়েছে…
বাঁশবেড়িয়া পৌরসভা কাটমানি চক্করে এতটা জর্জরিত এই দিকে তার কোন খেয়াল নেই।
এরই মাঝে আশেপাশের দোকানদার এবং পথ চলতি মানুষের অভিযোগ টোটো থেকে দুজন ভদ্রমহিলা এই জলের মধ্যে পড়ে গেছে।
এখন দেখার বিষয় বড় কোন দুর্ঘটনার আগে বাঁশবেড়িয়া পৌরসভার এই রাস্তা টার দিকে চোখ পড়ে কিনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।