জেলা রাজ্য

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটি মানুষের পাশে দাঁড়িয়ে একতাবোধ জাগ্রত ও মনোভূমিকে শক্ত করে চলেছে


মিতা দত্ত:চিন্তন নিউজ:২রা জুন:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে লকডাউন পর্বে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিজ্ঞান মঞ্চের কাজ যেমন মানুষকে বিজ্ঞান মনষ্ক করে তোলা, তেমনি মানুষকে নিয়ে বেঁধে থাকা।
এই সময় বেঁধে থাকার অন্যতম দিক কমিউনিটি কিচেন। এই কমিউনিটি কিচেনের মাধ্যমে একদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়, অন্যদিকে মানুষের মধ্যে একতাবোধ তৈরী হয় যা মনোভূমিকে শক্ত করে। একসাথে চলতে শেখায় যা খুব জরুরী। এই কাজই করে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

নবগ্রাম ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েতে খয়রাগাছি গ্রাম পঞ্চায়েতে ৫০ জন বয়স্ক ও অসুস্থ আদিবাসীদের দেওয়া হচ্ছে সুষম আহার। পাশে রয়েছে এলাকার লোকজন ।সাহায্যে এগিয়ে এসেছে দরদী মানুযেরা।সকলকেই মাস্ক ও সাবান দেওয়া হয়েছে।আগামীতে পাতিলেবু ও পেয়ারাগাছ দেওয়া হবে। হেলথ চেকআপের পরিকল্পনা আছে।এইভাবেই। এগিয়ে চলেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।