জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ- সুহৃদ দত্ত হুগলি তথা বাংলার এক পরিচিত নাম । তদানীন্তন বামফ্রন্ট সরকারের আমলে হুগলি জেলার সিঙ্গুরে টাটা মোটরসের এর ন্যানো গাড়ীর কারখানাকে ঘিরে অশান্ত হয়ে উঠে বাংলা । তৎকালীন বিরোধী দল নেত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন বিরোধী পদক্ষেপের মধ্য দিয়ে ও রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করে তোলেন । সেই সময়ে খবরের শিরোনামে আসে তাপসী মালিক হত্যাকাণ্ড । কমরেড সুহৃদ দত্ত কে অন্যায় ভাবে ফাঁসানো হয় । পরে কোর্টের রায়ে তিনি জামিনে মুক্ত হন এবং পরে নির্দোষ প্রমাণিত হন। এখন তিনি অসুস্থ আর বয়স হয়েছে । আজ সিঙ্গুরে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আসেন কমরেড সুর্যকান্ত মিশ্র। সভার শেষে কমরেড সুহৃদ দত্ত র সাথে দেখা করলেন কম: সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য জেলার পক্ষ থেকে কম:দেবব্রত ঘোষ,আব্দুল হাই, সৌমিত্র চাটার্জী সহ স্থানীয় সি পি আই এম নেতৃবৃন্দ। নেতৃত্ব তার শারীরিক অবস্থার খোঁজ নিলে তিনি দৃঢ়তার সঙ্গে লড়াইয়ের ময়দানে থাকার প্রত্যয় জানান।

“চোর ধরো জেল ভরো” এই দাবীতে রাজবলহাট ২ উত্তর,পূর্ব ও দক্ষিণ শাখার উদ্যোগে এক মহামিছিল সংগঠিত হয় । মিছিলে মহিলা সহ কর্মী সমর্থক দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কমরেড ঐশী ঘোষের সাথে এসটিএফআই কনভেনশনে আগত হুগলি জেলার প্রতিনিধিরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।