চিন্তন নিউজঃ- নিজস্ব সংবাদদাতাঃ-হুগলী চুঁচুড়ার দীর্ঘ দিনের বাম গণআন্দোলনের কর্মী নেতৃত্ব কমরেড পঙ্কজ গাঙ্গুলী আজ ১ টা বেজে ৭ মিনিটে চন্দননগর নিউ ইউনাইটেড নার্সিং হোমে প্রয়াত হয়েছেন।লাল সেলাম কমরেড পঙ্কজ গাঙ্গুলী-
তিনি চুঁচুড়া এরিয়া কমিটির ১৪নং ব্রাঞ্চ এর পার্টি সদস্য ও প্রাক্তন লোকাল কমিটির সদস্য কমরেড পঙ্কজ গাঙ্গুলী (কুশু দা) আজ বেলা ১টার সময় চন্দননগরের নার্সিং হোমে প্রয়াত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য কমরেড পঙ্কজ গাঙ্গুলী বামপন্থী বন্ধুরা গ্রুপের হুগলি জেলা লোকসভা গ্রুপের সদস্য ছিলেন।
ছবিটা যার তার নাম শেখ আজিম । আজ সকালে রাস্তায় একটি টাকা ভর্ত্তি ওয়ালেট কুড়িয়ে পায় , প্রায় সাড়ে সাত হাজার টাকা ছিল ঐ ব্যাগে । ওই ব্যাগটি একটির ফ্লিপকার্ট এ কাজ করা যুবকের , ব্যাগ হারিয়ে যুবকের অবস্থা যখন খুবই খারাপ সে কাঁদো কাঁদো মুখে রাস্তায় ঘুরছে তখন কমরেড আজিম তাকে ডেকে ব্যাগটি ফেরত দেয় । এই শেখ আজিম ই চুঁচুড়া এরিয়া কমিটির ১৩ নং শাখার সম্পাদক । আর এই শাখাতেই চন্দননগরের ১৬ আর ১৭ নং ওয়ার্ড , চন্দননগরের এই দুটি ওয়ার্ডে বাম ( সি পি আই এম ) জিতেছে ।
''স্মরণে শপথে''
''প্রয়াত কমরেড জয়দীপ ধর''
”বুকের গভীরে-হাড়ে ও পাঁজরে আজও দগদগে তুই”
”স্বপ্নমেদূর প্রতিবাদে পথে তোকে ফিরে ফিরে ছুঁই”