দেশ

আসামে বন্যা দুর্গতদের পাশে চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন, ত্রাণ সংস্থা


নিজস্ব সংবাদদাতা: চিন্তন নিউজ:৩রা জুলাই,২০২২:–
চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন, ত্রাণ সংস্থা যা কমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিত, আসামের বন্যা দুর্গত এলাকায় তাদের সাহায্য ও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।

এটি উল্লেখ্য যে এই ত্রাণ সংস্থাটি কোভিডের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান করেছে।

এখন পর্যন্ত, চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন আসামের শিলচর, বরপেটা, নগাঁও, করিমগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টিরও বেশি পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে।

তারা বন্যা কবলিত মানুষের জন্য খাবারের প্যাকেট, ওষুধ ও প্রয়োজনীয় কিট সরবরাহ করেছে।

এই সমস্ত বিশাল কাজের পিছনের মানুষটি হ’লেন অর্ণব আচার্য। যিনি বলেছেন, “ভৌগলিক সীমাবদ্ধতার কারণে আসামের বন্যাকবলিত এলাকায় পৌঁছাতে আমরা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এখন পর্যন্ত, আমরা চাল-ডাল, টর্চ লাইট সহ শুকনো খাবার সরবরাহ করছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ওআরএস এবং মেডিসিন কিট‌ও পৌঁছে দিচ্ছি। আমরা শীঘ্রই কমিউনিটি কিচেন চালু করতে চাই, যেখানে আমরা দিনে দু’বার রান্না করা খাবার দিয়ে মানুষকে খাওয়াব। আমাদের এই সম্পূর্ণ প্রচেষ্টা সমগ্র ভারতে এবং বাইরের মানুষদের সমর্থন ও সহযোগিতা পেয়েছে যাদের সমর্থন ছাড়াই এটা সম্ভব হতো না।”

খাদ্য ও প্রয়োজনীয় কিট ছাড়াও রেডক্রসের সহযোগিতায় চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন এলাকায় চিকিৎসা শিবিরের আয়োজন করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।