জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- সুব্রত দাশগুপ্তঃ-দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বাঁশবাড়িয়া মহামিছিল।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার সিঙ্গুর পূর্ব চক্রের উদ্যোগে আজ মাননীয় এস আই মহাশয় এর নিকট ডেপুটেশন সংগঠিত করা হয়। গ্রীষ্মের ছুটি কমিয়ে অবিলম্বে বিদ্যালয় চালু করতে হবে, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে, মিড ডে মিলের অর্থ প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে, মিড ডে মিলের রাঁধুনিদের সাম্মানিক অবিলম্বে বৃদ্ধি করতে হবে, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, ১৮ বছরের সুবিধাপ্রাপ্ত সকল শিক্ষককে লেভেল চেঞ্জ এর সুবিধা দিতে হবে, বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে, অবসরপ্রাপ্তদের এইচআরএ দিতে হবে, ডাবলু বি এস এইচ চালু করতে হবে সহ বিভিন্ন দাবিতে সমিতির পক্ষ থেকে ডেপুটেশন সংগঠিত করা হয়।। উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির কোষাধ্যক্ষ তথা চক্র সভাপতি অসীম কুমার পাল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক কোলে, চক্র সম্পাদক কুন্তল চ্যাটার্জি সহ জোন ও চক্র নেতৃবৃন্দ।।খুবই সদর্থক আলোচনার মধ্য দিয়ে ডেপুটেশন শেষ হয়।। ডেপুটেশনে চক্রের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পেট্রোল, ডিজেল,রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও এস‌এসসি সহ নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতিকারী দের শাস্তির দাবিতে পাণ্ডুয়া এরিয়া কমিটির ডাকে মশাল মিছিল আজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।