চিন্তন নিউজ:রোহন ঘোষঃ–ভারতের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী) মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির
আজ রবিবার ইংরেজি (২৪/৩/২০২৪)বৈকাল ৫-০০টায় মগরা শহীদ স্মৃতি ভবনে ,আগামী লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রাথী কমরেড মনোদীপ ঘোষের সমর্থনে জি বি সভা হয়। সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক বাবলু ঘোষ, কমরেড সৈকত শো৺,কমরেড প্রদীপ সাহা প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ, সভায় সভাপতিত্ব করেন কমরেড গুরুপদ ঘোষ ।
23/03/2024 তারিখ বেলা 4-30 টায় খানাকুল-2 নং ব্লকের নন্দনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ত্রয়ী শহীদ বিপ্লবী ভগৎ সিং, শুকদেব থাপার, শিবরাম রাজগুরুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং সংযুক্ত সভায় বক্তব্য রাখেন কম জগন্নাথ দ্বারী, কম সমীর পাল, কম সুব্রত চক্রবর্তী, কম অসীম বাগ, কম নীলরতন দোলুই, কম পূর্ণেন্দু চ্যাটার্জী। সভায় সভাপতিত্ব করেন কম নেপাল খাঁ।
দেবারতি বাসুলীঃ-শহীদ ভগৎ সিংএর আত্ম বলিদান দিবসে হুগলির তারকেশ্বর শহরে শ্রমিক, কৃষক, মজুর, যুব,মহিলা ছাত্র সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় মিছিল। উপস্থিত ছিলেন মিন্টু বেরা, ফারুক লস্কর, অর্চনা মন্ডল, সন্দীপ সামন্ত, মন্টু ভৌমিক ,তন্ময় জানা, মুকুল ঘোষ, স্নেহাশিস রায় প্রমুখ।
গুড়াপ পঞ্চায়েতের হাজিগড় সহ বিভিন্ন বুথে সিপিআই প্রার্থী কমেট মনোদীপ ঘোষের সমর্থনে দেয়াল লিখন চলছে।। এই এলাকায় এখনো পর্যন্ত 17 টা দেওয়াল লেখা হয়েছে, লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যে 85 টি দেওয়াল লিখন।
হুগলী লোকসভা কেন্দ্রে কমরেড মনোদীপ ঘোষ এর সমর্থনে পোলবা এরিয়া কমিটির মহেশপুরে দেওয়াল লিখন চলছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের অধীনে বাঁশবেড়িয়া বিজ্ঞানচক্রের উদ্যোগে ভ্রাম্যমান ভেষজ আবীর তৈরী প্রশিক্ষণ চলল বাঁশবেড়িয়ার বিভিন্ন অঞ্চলে।
পোলবার অমরপুর বুথে দেওয়াল লিখন সি পি আই এম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ এর সমর্থনে।
পোলবার কাশ্বাড়া বুথেও চলছে দেওয়াল লিখন এর কাজ।
গুড়াপ অঞ্চলের বিভিন্ন বুথে দেওয়াল লেখার কাজ চলছে।
আজ সিঙ্গুরের বৈঁচিপোতায় বিভিন্ন জায়গায় দেয়াল লিখন।