কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ: ৫ই জুন:- করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউন চলছে প্রায় আড়াই মাস ধরে। লকডাউনের মূল লক্ষ্য সংক্রমণ রোধ আর প্রাণ বাঁচানো। যাদের প্রতিদিন কাজের সন্ধানে বেড়তে হয় নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে তাদের কর্মহীন, উপার্জনহীন জীবন লকডাউনের প্রভাবে একেবারেই বিপর্যস্ত।
এইসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যের সমস্ত জায়গার বামপন্থী মানুষেরা। এইরকমই পূর্ব বর্ধমান জেলার নীলপুর অঞ্চলের বামপন্থী সংগঠনের সদস্য সদস্যরা রান্না করা খাবার তুলে দিচ্ছেন এলাকার বিপন্ন মানুষের হাতে। গত ২রা জুন থেকে একমাস এই প্রকল্প চালু থাকবে। পাঁচটি ওয়ার্ডের মানুষকে এই খাবার তুলে দেওয়া হচ্ছে। এই দায়িত্বে থাকা কমরেড দীপঙ্কর দে তাঁর বক্তব্যে বিষয়টি সম্বন্ধে জানালেন।