জেলা

দক্ষিণ দিনাজপুর জেলার গণসংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচি


কমলেন্দু রায়: চিন্তন নিউজ:৫ই অক্টোবর,২০২০:- প্রাণসাগর এরিয়া কমিটির উদ্যোগে আজ ৯নং চালুন গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে উত্তরপ্রদেশের ঘটনার নিন্দা ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবিও বক্তারা জোরালো ভাবে করেন এবং কৃষি ও কৃষক মারা যে ৩টি বিল কেন্দ্রের মোদী সরকার এনেছেন তা অবিলম্বে কৃষকের স্বার্থে প্রত্যাহার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন কৃষকরা। এই বার্তায় হুঁশিয়ার করে দেন কৃষক সভার জেলা নেতা কমরেড রঘুনাথ রায় এবং কৃষক সভার ভারপ্রাপ্ত জেলা সম্পাদক সীতেশ গুহ ৯নং চালুন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলেন দুর্নীতি, স্বজন-পোষণ, দলবাজি অবিলম্বে বন্ধ করুন, না হলে পরে আর জনগণ ছাড়বেন না, পশ্চিমবঙ্গ সরকার টের পাচ্ছেন, বলেই উঁনি মোদীকে একটু আধটু লোক দেখানো ঝগড়া করে থাকেন, কিন্তু জনগণে বুঝে গেছেন, আসলে মোদী-মমতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ, তাই সময় থাকতে সাধু সাবধান বলে হুশিঁয়ারি দেন।

অপরদিকে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আর স্বজন-পোষণের বিরুদ্ধে চলছে ডেপুটেশন। তার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে মনীষা বাল্মীকিকে যেভাবে গণধর্ষণ করে জিহ্বা কেটে নিয়ে, পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হল, তার বিরুদ্ধেও স্বোচ্চারে গ্রামে-গঞ্জে বিজেপি ধর্ষণ রক্ষাকারী বাংলা থেকে হটাও স্লোগানও উচ্চারিত হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।