জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:- সৌরভ গাঙ্গুলিঃ-সিপি আই এম চুঁচুড়া এরিয়া কমিটির অন্তর্গত ১১ নম্বর ব্রাঞ্চের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে র প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ এর সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিঙ্গুর বোড়াই-পহলামপুর পঞ্চায়েত এলাকায় প্রচার চলছে।

দেবারতি বাসুলীঃ-সিঙ্গুর বোড়াই-পহলামপুর পঞ্চায়েতে জুনিয়র কমরেড দেওয়াল লিখছে।

আজকে গুড়াপ এলাকা তে হুগলী লোকসভা কেন্দ্রের প্রার্থী কমঃ মনোনীপ ঘোষের প্রচার।

বাবাই সাহাঃ-দীপ্সিতার থেকে বয়সে ১বছর ৪মাসের ছোটো উড়ি সীমান্তে শহীদ জগতবল্লবপুরের যমুনা বালিয়ার বাসিন্দা খেতমজুর পরিবারের সন্তান গঙ্গাধর দৌলুই-র প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হলো আজকের প্রচার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।