চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২২/৩/২৪ – পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আগামী অষ্টাদশতম লোকসভা ভোটের প্রচার কাজ চলেছে জেলা সি পি আই (এম) এর পক্ষ থেকে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সি পি আই ( এম) প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত্যের প্রচারের কাজ চলে খেজুরহাটি, বেরুগ্রাম, খন্ডঘোষ, নিশ্চিন্দিপুর অঞ্চলে, মানুষের কাছ থেকে সাড়া পাওয়া গেছে খুব ভালো।
সন্দেশখালির নজির আউশগ্রাম ২ এ, রাজিবুল হত্যার সাথে জড়িত আসামী লালন ও তার সঙ্গীসাথীরা জোর করে গরিব মানুষের জমি দখল করে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছে। স্থানীয় সি পি আই ( এম) এর নেতৃত্বের চাপে পড়ে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়েছে।
রায়নার তাজপুরের রাস্তার বেহাল অবস্থায় গ্রামবাসীদের চলাচল সঙ্কটজনক হয়ে পড়েছে। বহুদিন মেরামতের কাজ বন্ধ। গ্রামবাসীরা এর বিরুদ্ধে সরব হয়েছেন।
আজ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সি পি আই ( এম) প্রার্থী নীরব খাঁকে সাথে নিয়ে রায়না ২ ব্লকের কাইতি, উচালন ও বুলচন্দ্রপুর বাজারে প্রচার কার্য করা হয়।