জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:০৩/০২/২০২৪:- পার্থ চ্যাটার্জীঃ-আজ চন্দন নগর ১৬ নম্বর শাখার ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড জুড়ে ১০ জন পার্টির সদস্য মিলে ৫৭ টি বাড়ি গেছেন ৭০০ টাকা মতো সংগ্রহ হয়েছে কমরেড শ্রীহরি সুর চব্বিশ নম্বর ওয়ার্ড এলাকায় কমরেড পিনাকি চক্রবর্তী ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় যুক্ত হয়েছিলেন।
আজ ১৬ নম্বর শাখায় ২৪ নম্বর ওয়ার্ডে বাইশটা বাড়ি থেকে চারশ দশ টাকা উঠেছে, পাঁচজন পার্টি মেম্বার একজন সমর্থক ছিল।
এছাড়াও ১৬ নম্বর শাখা তেইশ নম্বর ওয়ার্ডে ৪০ টা বাড়ি ৭০০ টাকা উঠেছে পার্টি মেম্বার চারজন এজি একজন সমর্থক দুজন এবং এরিয়া সম্পাদক পিনাকী চক্রবর্তী ছিলেন।

জয়দেব ঘোষঃ-উন্নয়নের নামে পৌর পরিষেবার প্রতিটি ক্ষেত্রে সার্ভিস চার্জ বৃদ্ধির প্রতিবাদে এবং অবাঞ্ছিত ও হঠকারী জঞ্জাল কর প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের ডাকে বাঁশবেড়িয়া পৌরসভায় কোন ডেপুটেশন এবং স্মারক লিপি পেশ করা হয়।

দেবারতি বাসুলীঃ-চন্ডীতলা- ১ এরিয়া কমিটি র হরিপুর অঞ্চল সি পি আই এম পার্টির পক্ষ থেকে জনসংযোগ ও অর্থ সংগ্রহ করা হচ্ছে।
জনসংযোগ ও গণসংগ্রহ সিঙ্গুর ২ গ্রাম পঞ্চায়েতের ১০৫নং বুথ সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগেও অর্থ সংগ্রহ করা হয়।
সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির ঝাঁকারী ব্রাঞ্চ এলাকায় জনসংযোগ কর্মসূচি ।
বাঁশবেরিয়া তে আজ প্রথম দিন জনসংযোগ ও গন অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।