জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:সুজাতা বিশ্বাসঃ১২/১২/২০২৩:– -ইনসাফ যাত্রার ‘মিটার যাচ্ছে বেড়ে’…
৪০ দিন, ১৬০০ কিলোমিটার, ২৫০টি জনসভা, ১৭টা জেলা, ১০ লক্ষ মানুষের অংশগ্রহণ। প্রতিদিন মিটার বাড়ছে ইনসাফ যাত্রার! লাইট, ক্যামেরা, অ্যাকশানের গিমিক নয়, হকের দাবি আর কাজের অধিকার আদায়ের লড়াই। ইনসাফ যাত্রার চল্লিশতম দিনে আজ হাওড়া থেকে হুগলির উত্তরপাড়া প্রবেশ করল। আজ সন্ধ্যায় ৪০ তম দিনে ইনসাফ সভা হুগলীর উত্তরপাড়ায় প্রবেশ করলো।

ঝুমা শীল জানান যে শহর হুগলীর শ্রীরামপুর নওগার মোড় সেজে উঠছে ইনসাফ যাত্রার আগত প্রতিনিধিদের জন্য ও এলাকা সুসজ্জিত করা হচ্ছে।

রনজিৎ ঘোষঃ-সম্প্রতি অকাল বর্ষনে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি নিয়ে গোঘাট থানা কৃষক সমিতির ও গোঘাট ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে গোঘাট ১ নং ব্লকের বিডিও নিকট গণডেপুটেশন দেওয়া হয়। প্রায় ৬৫ জনের মত কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুরু হয়ে ডেপুটেশনে যাওয়া হয়। প্রতিনিধি যান কমরেড তরুন ঘোষ, কমরেড স্বপন মন্ডল, কমরেড স্বপন পাত্র, কমরেড জগন্নাথ দোলুই, কমরেড জয়দেব সাঁতরা, কমরেড মুজিবর রহমান। সভাপতিত্ব করেন কমরেড মহঃ ইয়াসিন। বক্তব্য রাখেন কমরেড তরুণ ঘোষ, কমরেড ভাস্কর রায়, কমরেড নব পাত্র, কমরেড বৃন্দাবন মুখী ও কমরেড জাকির হোসেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।