দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ: ২২জুন, ২০২৪:- শুক্রবার মাঝ রাতে পুলিশ একটি বিশেষ সূত্র জানতে পারে যে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন কমলা নেহরু প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় ৪/৫ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে বেগুনটারি অথবা আশপাশের এলাকায় ডাকাতির উদ্দেশ্যে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দুষ্কৃতী দলের সদস্যদের গ্রেপ্তার করে রাত ১ঃ৫০ নাগাদ। এই দুষ্কৃতী দলের সদস্যদের জেরা করে পুলিশ জানতে পারেছে গত বুধবার রাতে জলপাইগুড়ি দিনবাজার এলাকার দুটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে তালা ভেঙে চুরি সহ জলপাইগুড়ি র ময়নাগুড়ি ও ধূপগুড়ি থানায় এলাকার বেশ কয়েকটি ডাকাতির ঘটনার সাথে দুষ্কৃতীরা যুক্ত। দুষ্কৃতীদের দলের সদস্যদের মধ্যে তিনজনের বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এলাকার মধ্যে তপন মহন্তের বাড়ি ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, উত্তম সরকারের বাড়ি আদর পাড়া দুলাল দীঘি, গোপাল রায়ের বাড়ি দেব নগর রথখোলা এলাকায় তবে আটক আর এক দুষ্কৃতী মোহাম্মদ মীর কাসিম ইসলামের বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনীর প্রধান বিনয় যাদব জানার দুষ্কৃতি দলের আরেক দুষ্কৃতি ছিল পুলিশ গ্রেপ্তার করতে আসছে খবর পেয়ে সে পালাতে সক্ষম হয় বাকি দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে পুলিশ একটি দেশি পাইপ গান, ১২ রাউন্ড গুলি, একটি চপার, হাতুড়ি, প্লাস, লোহা কাটার হেস্কো মেশিন, একটি তলোয়ার ও একটি তালা ভাঙার পাইলার উদ্ধার করে। শনিবার দুপুরে দুষ্কৃতীদের জলপাইগুড়ি আদালতের পেশ করা হয়।
Related Articles
হাওড়ার খবরাখবর
চিন্তন নিউজ:১৯শে নভেম্বর:-কাকলী চ্যাটার্জি জানান, নয়া শিক্ষা বিল বাতিলের দাবিতে, কৃষক- শ্রমিকের অধিকার বুঝে নেওয়ার লক্ষ্যে ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জগৎবল্লভপুর চক্রের উদ্যোগে চলছে দেওয়াল লিখন। মৌসুমী চক্রবর্তী জানিয়েছেন, আমতার ঘোড়াদহ থেকে জাঠা মিছিল ধর্মঘটের সমর্থনে ।ধর্মঘটের আর এক সপ্তাহ বাকি – প্রস্তুতি পর্বে জোরদার প্রচার চলছে হাওড়ার গ্রাম […]
হুগলি জেলার আজকের খবর
চিন্তন নিউজ: ৮ই জানুয়ারি:২০২১:- দেবু ঘোষ::- ::-১৬ ই জানুয়ারি শ্রীরামপুরে রয়েছে এবং এবং ২৮ শে ফেব্রুয়ারি রয়েছে ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে নাওয়া খাওয়া ভুলে ,গায়ে ১০০ ডিগ্রী জ্বর নিয়ে। এই কমরেড গন সিপিআইএম এর সম্পদ । সোমনাথ ঘোষ–:- পশ্চিমবঙ্গের প্রায় সবজায়গাতেই চলছে কৃষক সভার সভ্য সংগ্রহ।।আজ চন্ডীতলা ১নং শিয়াখালা পীরতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।। […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫ জুন,২০২৪:-আরপিএফের জুলুম বাজির বিরুদ্ধে শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করলো।ঘটনাটি ঘটে গত ১২ জুন কামারকুন্ডু স্টেশনে। রাকেশ হালদার নামে একজন লজেন্স বিক্রেতা রেল হকার ট্রেনে উঠে হকারি করছিলেন। আরপিএফ সেই রেল হকারকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। পড়ে গিয়ে রেল লাইনেই তাঁর মৃত্যু হয়। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে গত ১৪ […]