জেলা

বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকানে চুরির ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।।


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ: ২২জুন, ২০২৪:- শুক্রবার মাঝ রাতে পুলিশ একটি বিশেষ সূত্র জানতে পারে যে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন কমলা নেহরু প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় ৪/৫ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে বেগুনটারি অথবা আশপাশের এলাকায় ডাকাতির উদ্দেশ্যে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দুষ্কৃতী দলের সদস্যদের গ্রেপ্তার করে রাত ১ঃ৫০ নাগাদ। এই দুষ্কৃতী দলের সদস্যদের জেরা করে পুলিশ জানতে পারেছে গত বুধবার রাতে জলপাইগুড়ি দিনবাজার এলাকার দুটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে তালা ভেঙে চুরি সহ জলপাইগুড়ি র ময়নাগুড়ি ও ধূপগুড়ি থানায় এলাকার বেশ কয়েকটি ডাকাতির ঘটনার সাথে দুষ্কৃতীরা যুক্ত। দুষ্কৃতীদের দলের সদস্যদের মধ্যে তিনজনের বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এলাকার মধ্যে তপন মহন্তের বাড়ি ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, উত্তম সরকারের বাড়ি আদর পাড়া দুলাল দীঘি, গোপাল রায়ের বাড়ি দেব নগর রথখোলা এলাকায় তবে আটক আর এক দুষ্কৃতী মোহাম্মদ মীর কাসিম ইসলামের বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনীর প্রধান বিনয় যাদব জানার দুষ্কৃতি দলের আরেক দুষ্কৃতি ছিল পুলিশ গ্রেপ্তার করতে আসছে খবর পেয়ে সে পালাতে সক্ষম হয় বাকি দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে পুলিশ একটি দেশি পাইপ গান, ১২ রাউন্ড গুলি, একটি চপার, হাতুড়ি, প্লাস, লোহা কাটার হেস্কো মেশিন, একটি তলোয়ার ও একটি তালা ভাঙার পাইলার উদ্ধার করে। শনিবার দুপুরে দুষ্কৃতীদের জলপাইগুড়ি আদালতের পেশ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।