জেলা

দঃ ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ,১২/১২/২৩:- অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন — দঃ ২৪ পরগনার গর্ব, আমাদের পাড়ার ছেলে সোমেন দেবনাথ। সারা বিশ্বে এইডস সচেতনতার উদ্দেশ্যে ২০০৪ সালে সাইকেলে করে পাড়ি দেন সোমেন এবং দীর্ঘ ২০ বছর ধরে ২০০০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে পৃথিবীর ১৯১ টা দেশে ঘুরে ১০ই ডিসেম্বর২৩ তার সুভাষগ্রামের বাড়িতে ফেরেন। গতকাল তার সাথে দেখা করে তার এই
দুঃসাহসকে কূর্নিশ জানান প্রাক্তন সাংসদ ডঃ সুজন চক্রবর্তী এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী শ্রী কান্তি গাঙ্গুলি।

ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশের সমর্থনে বিষ্ণুপুর-১, আমতলা ও বাখরাহাট এরিয়া কমিটির যুব ফ্রন্টের কর্মী ও পার্টির নেতৃত্বদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হলো সেবক সংঘের মাঠে। বক্তব্য রাখেন প্রাক্তন যুব নেতা পার্টির জেলা সম্পাদক রতন বাগচী, প্রভাত চৌধুরী, যুব নেতৃত্ব পারমিতা ঘোষ চৌধুরী, সোমনাথ ঘোষ। সভাপতি ছিলেন আমজাদ শেখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।