জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:২৩/১১/২০২৩:- রোহন ঘোষঃ–বিদ্যুৎ শিল্পকে বেসরকারী করনের বিরুদ্ধে ও স্মাট মিটার লাগানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যাবহার থেকে বঞ্চিত করার কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিরোধিতা করে আজ আজ ২৩/১১/২৩ তারিখ সিআইটিইউ, কৃষক সভা, খেতমজুর সংগঠনের পক্ষ থেকে কাঁটাপুকুর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা কমরেড তরুণ ঘোষ, সৈকত সোঁ,স্বপন দে মধূছন্দা ঘোষ কৃষক সভার কক্ষে কমরেড প্রলয় মুখার্জি খেতমজুর সংগঠনের পক্ষে কমরেড তপন সাধুখাঁ সভায় সভাপতিত্ব করেন কমরেড বাবলু ঘোষ। সভায় বিদ্যুৎ গ্রাহক সহ শতাধিক মানুষের উপস্থিতি ছিল। সভা চলা কালীন সময়ে ৫ জনের প্রতিনিধি দল (কমরেড তরুণ ঘোষ অমর বসু অনিল দাস সূর্য্য দাস তপন সাধুখাঁ) ডিভিশন অফিসারের নিকট লিখিত স্বারক লিপি জমা দেন। স্বারক লিপির দাবি সভায় পাট করেন কমরেড অমর বোস।

জয়দেব ঘোষঃ-মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির অন্তর্গত সারা ভারত কৃষক সভা , সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ সহ ছাত্র যুব মহিলা গণসংগঠন গুলির ডাকে জনস্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে মগরা ডিভিশনাল ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন ও বিক্ষোভসভা হয় , সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ নেতা কমরেড তরুণ ঘোষ, কমরেড সৈকত শোঁ , কমরেড স্বপন দে, কৃষক সভার পক্ষে কমরেড প্রলয় মুখার্জী, ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষে ‌তপন সাধুখাঁ মহিলা সমিতির পক্ষে কমরেড মধুছন্দা ঘোষ সভাপতিত্ব করেন কমরেড বাবলু ঘোষ।
ডিভিশনাল ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন জমা দেন কমরেড অনিল দাস কমরেড অমর বসু কমরেড সুর্য কুমার দাস তরুন ঘোষ কমরেড তপন সাধুখাঁ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।