চিন্তন নিউজ:০৮/১১/২০২৩:- দেবারতি বাসুলীঃ- গতকাল রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে ডানকুনি এরিয়া কমিটির অন্তর্গত কালিপুর মোড়ে গড়ে তোলা অস্থায়ী শহীদ বেদী ধ্বংস করে, লেনিনের প্রতিকৃতি তুলে নিয়ে যায়। তছনছ করে সাজসজ্জা। চুরি করে নিয়ে যায় একটি টেবিল। আজ সন্ধ্যার মধ্যেই সেখানে নতুন করে শহীদ বেদী নির্মাণ করে লেনিনের প্রতিকৃতি দিয়ে এলাকাটি সাজানো হয়। সেখানে সভা করে এই ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানো হয়।
নভেম্বর বিপ্লব উপলক্ষে হুগলির তারকেশ্বরের কেশবচকে মিছিল সংগঠিত হয় ০৭ / ১১ / ২৩ তারিখে ।
সুব্রত দাশগুপ্তঃ-প্যালেস্টাইন এর উপর ইসরাইল এর নৃশংস আক্রমনের বিরুদ্ধে কলকাতায় বামপন্থী দের এক মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার কমরেডস রা,যারা অনেকেই হুগলি জেলার বামপন্থী বন্ধুরা গ্রুপের সদস্য গন।