জেলা

হুগলি বার্তা:-


চিন্তন নিউজ: অঞ্জন ভট্টাচার্য:- হুগলী জেলার পুরশুড়া থানার শ্রীরামপুর গ্রামে পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে প্রচার চলছে।

সুব্রত দাশগুপ্ত:-আজ চন্দননগর এ ডেনমার্ক থেকে আগত ডব্লিউ এফ টি ইউ (WFTU) প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া হল নির্মাণ কর্মী ইউনিয়ন হুগলী জেলা কমিটির উদ্যোগে।

সোমনাথ কর:- কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ১১৫ নং বুথের প্রার্থী কম: বিশ্বজিৎ কুমার বিশ্বাস দিন সাতেক আগে তার কাজ চলে যায়,, আজ হঠাৎ একটা দুসংবাদ পেলাম ওনার স্ত্রীর নাক মুখ দিয়ে ব্লাড বেরোয়,,, আশঙ্কা জনক অবস্থা চুঁচুড়া হাসপিটালে ভর্তি করা হয়েছে।

দেবারতি বাসুলী:- গোঘাট থানা গড়া বুথে বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম )প্রার্থী পাপিয়া সিং এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ,বৈঠকি সভা, পতাকা বাঁধার কাজ চলছে।
গোঘাট এক নম্বর এরিয়া কমিটির অধীন বালি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ বাজারে সি,পি,আই,(এম) প্রার্থীদের সমর্থনে পথসভায় বক্তব্য রাখছেন – কমরেড কালী দাস ।


মান্দড়া পঞ্চায়েতের পূর্ব কেশবপুর বুথের প্রার্থী কবিতা ধাড়ার সমর্থনে বাড়ি বাড়ি প্রচার হলো আজ

বাদশা দাস:- বলাগড় ব্লকের সিজাকামালপুর পঞ্চায়েতের বানেশ্বরপুরের ২ টি বুথ, মুক্তারপুরে র ১টি বুথ,রুকেশপুরের ২টি বুথ, হাতিকান্দা- পরানপুরের ১ কি বুথ,বড়ালের ২টি বুথ,সিজা পশ্চিমের ১টি বুথে গ্রামসভার প্রার্থীদের সমর্থনে,

পঞ্চায়েত সমিতির প্রার্থী কমরেড
সরস্বতী প্রামানিক,রিঙ্কু মালো বাসুদেব প্রামানিকের ও জেলা পরিষদের প্রার্থী কমরেড শম্পা মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার।

জয়দেব ঘোষ:- আজ খানাকুল ২ এর নতিবপুর ২ জি পি তে সমস্ত বাধা অতিক্রম করে প্রচার কর্মসূচি জোরকদমে এগিয়ে চলেছে গতকাল প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করেই ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে অস্বাভাবিক হারে বেড়ে চলা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে,তৃনমূলের চরম দূর্নীতির প্রতিবাদে,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচন করার স্বার্থে অনুষ্ঠিত হলো সমাবেশ।সমাবেশে বক্তব্য রাখেন পার্টি র কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরী, হুগলী জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য অভিজিৎ চক্রবর্তী,সিপিআইএম কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক তনয় দাশগুপ্ত, সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম হুগলী জেলা কমিটির সদস্য তথা কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক রজত ব্যানার্জী।

সোমনাথ ঘোষ:-তৃণমূল বিজেপিকে দূর করো লুঠতরাজ বন্ধ করো,জনগণের পঞ্চায়েত গড়ো ।বাম পথে গ্রাম । শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাতুলে সংখ্যালঘু এলাকায় গ্রামে কমরেড বাসিরা বেগম, সমিতিতে কমরেড সঞ্জীব সাঁতরা ও জেলায় কমরেড পুরবী ঘোষের সমর্থনে প্রার্থী নিয়ে বাড়ি বাড়ি প্রচার ।

রামপ্রসাদ হালদার:- বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েতের ১৪৫ নং বুথে জেলা পরিষদের প্রার্থী শম্পা মজুমদার সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর প্রচার।

শ্যামা প্রসাদ নাগ:-পুরশুড়া উত্তর এরিয়া কমিটির ডিহিবাতপুর অঞ্চলের তোকিপুরে জেলা পরিষদে প্রার্থী অর্চনা মনডল, সমিতির স্বপন পোড়ে, গ্রাম সভায়-কম আরতি ভৌমিক কে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চলছে ।

দীপালী মন্ডল:- আজকে সিঙ্গুরের গোপালনগর জিপি তে গ্রাম সভার, পঞ্চায়েত সমিতির, ও জেলা পরিষদ এর প্রার্থী সহ প্রচারের কিছু মুহূর্ত।

আব্দুল মাজিদ:- আজ সুগন্ধার অমরপুর গ্রামে প্রচার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।