চিন্তন নিউজ:১৭/০৫/২০২৩:- জয়দেব ঘোষঃ-কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বভারতীয় সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ এবং তারই অন্তর্ভুক্ত সংগঠন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়েজ ইউনিয়ন গ্রুপ সি স্বীকৃতি বাতিলের বিরুদ্ধে আজ চুঁচুড়া বড় পোস্ট অফিসের সামনে জমায়েত করে মিছিল সংগঠিত করা হয়। এবিপিটিএ হুগলি জেলার পক্ষে মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের হুগলি জেলা কমিটির সহ-সভাপতি সেখ হবিবুর রহমান, জেলার প্রাক্তন সভাপতি, সম্পাদক নরেন দে, সহ-সভাপতি জয়ন্ত কুমার দে, সহ-সম্পাদক জয়দেব ঘোষ, জেলা কমিটির অরূপ দত্ত,অমর বেপারী,দেবারতি বাসুলী, সৌমি ভট্টাচার্য, জেলা কাউন্সিলের সঞ্জয় বিশ্বাস, দেবশ্রী মোদক, অঞ্জনা রায়, সুখ রঞ্জন ভট্টাচার্য, দিলীপ দে সহ নেতৃত্ব।
হুগলি জেলার আশ্চর্য পর্বতকন্যা পিয়ালী বসাক আজ সকাল ৭-৮ টার মধ্যে বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বত শৃঙ্গ মাকালু অভিযানে সফল হয়েছে।
সুব্রত দাশগুপ্তঃ-আজ গনতান্ত্রিক মহিলা সমিতি এর উদ্যোগ এ ১২নং শাখায় স্বাক্ষর সংগ্রহ ও সদস্য সংগ্রহ এর কাজ চলছে।
ঝুমা শীলঃ-বৈদ্যবাটি-শেওড়াফুলি এরিয়া কমিটির ১ নং নবগ্রাম শাখায় দুর্নীতির বিচার চেয়ে গণস্বাক্ষর অভিযান।
সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়ার দিলাকাশ, আঁটপুর, রাধাণগর, রসিদপুর, জাঙ্গীপাড়া, মুণ্ডলিকা, ফুরফুরা অঞ্চলের গ্রামে গ্রামে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে।