দেবু রায় চিন্তন নিউজ :–১৭/০৫/২০২৩:-
গত ১৬/৫/২৩তারিখে চাকরি চোরদের শাস্তির দাবীতে গণ স্বাক্ষর সংগ্রহের সময় তৃণমূলের দানব বাহিনী যাদবপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ১০৯নং ওয়ার্ডের কালিকা পুর পূর্ব শাখার সিপিআই (এম )কর্মীদের প্রথমে হুমকি দেয় স্বাক্ষর অভিযান বন্ধ করতে হবে. তাতে কর্মী রা আগ্রাহ্য করলে তৃণমূলের ঘাতক বাহিনী চড়াও হয়। গায়ে হাত দেয়। ঐ ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, রাহুল ঘোষ সহ এরিয়া কমিটির অন্তর্গত বিভিন্ন শাখার কমরেড রা। এই মিছিল অহল্যাণগর, যমুনানগর, হয়ে ছিটকালিকাপুর পর্যন্ত পরোক্রমা করে। মিছিলের শেষে অহল্যাণগর বাজারে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী, ও সুব্রত দাসগুপ্ত।
অপর দিকে সিপিআই (এম )রাজ্য কমিটি এক কোটি সই সংগ্রহের যে ডাক দিয়েছে, আগামী ৩১/৫ পর্যন্ত আজ পূর্ব যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত গড়ফা পশ্চিম শাখায় চলে বাড়ী -বাড়ী স্বাক্ষর সংগ্রহের কাজ। কর্মী দের অভিজ্ঞতা থেকে জানা যাচ্ছে, যে বর্তমান রাজ্য সরকার টার প্রতি বিশ্বাস, ভরসা হারিয়ে ফেলেছে। মানুষ উৎসাহের সাথে সই করছে। আলোচনা করছে। জানতে চাইছে সিপিআই (এম )কর্মীদের কাছে। এটাই পার্টি কর্মীদের কাছে আসল বিষয়।
অন্য দিকে মধ্য যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত গড়িয়া থেকে বাঘাযতীন পর্যন্ত এক মিছিল হয়। কুস্তিগীরদের উপর অত্যাচার এবং ব্রিজভূষণকে গ্রেফতার ও তাকে বহিস্কার করার দাবী নিয়ে। এই মিছিলের শেষে বাঘাযতীনে এক ছোট জনসভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন, মালিনী ভট্টাচাৰ্য, চয়ন ভট্টাচাৰ্য, চন্দনা ঘোষ দস্তিদার, খোকন ঘোষ দস্তিদার, ও উজ্জ্বল চ্যাটার্জী সহ অনেক বাম কর্মী এবং সমর্থক।