রাজ্য

আর্ত মানুষের সাহায্য যখন ব্রত


চিন্তন নিউজ:২২শে এপ্রিল -উত্তরদিনাজপুর রায়গঞ্জের প্রয়াসের পক্ষ থেকে ডিওয়াইএফ‌আই এর সহযোগিতায় দু’তিনজন যুবক নিজেদের বাড়ির রেশন বাঁচিয়ে দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে গেছেন। চিন্তন প্রতিনিধি বিপ্লব সেন ও তাঁর দিদি মিলিত ভাবে ক্ষুদ্র প্রচেষ্টায় ১২ নং বরুয়া অঞ্চলের তাহেরপুর গ্রামে ১৫ টি পরিবারের হাতে তুলে দেন চাল আলু ও সয়াবিন নিজেদের উদ্যোগে

আজ দ্বিতীয় দিনের কর্মসূচি কাচিমুহা ও ঋষিপুর গ্রামের ২৫ টি আদিবাসী পরিবারের হাতে মুড়ি,চিড়ে ও বাতাসা তুলে দিলেন।এই ছবিতে বাচ্চাটিকে দেখা যাচ্ছে হাত পেতে খাবার চাইছে! যে লোকটির হাতে খাবার দেওয়া হচ্ছে তিনি বাচ্চাটির দাদু। একসময় সিপিআইএম এর মেম্বার ছিলেন নাম- হপনা মূর্মূ গ্রামে হপু মেম্বার নামে পরিচিত! কি পরিস্থিতিতে আছেন মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।