রাজ্য

মেট্রো ডেয়ারির দূর্নীতি নিয়ে হুলস্থুল বিধান সভায়


চৈতালি নন্দী, চিন্তন নিউজ, ১১ জুলাই: মেট্রো ডেয়ারির লাগাম ছাড়া দূর্নীতির বিরুদ্ধে সরব হলেন যৌথভাবে বামফ্রন্ট ও কংগ্রেস। কিন্তু বিধান সভার অধ‍্যক্ষ বিমান ব‍্যানার্জী প্রস্তাবটি পড়তে বাধা দেন এবং প্রস্তাবটি উল্লেখও করতে দেননি।

মেট্রো ডেয়ারির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দূর্নীতি ও শেয়ার বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ ছিল। এই নিয়ে তর্কাতর্কিতে কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর সঙ্গে স্পিকার বিমান ব‍্যানার্জীর তর্ক বিতর্ক হয়। তিনি বলেন আউট অব অর্ডার বিষয় বিধান সভায় তোলা যাবেনা। এ ব‍্যাপারে গায়ের জোরে কিছু করা যাবে না।

মেট্রো ডেয়ারির অনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কংগ্রেসের অধীর চৌধুরী। রাজ‍্য সরকার মেট্রো ডেয়ারির ৪৭% শেয়ার ৮৪.৫ কোটি টাকায় বিক্রি করেছিল কেভেন্টার্স সংস্থার কাছে। পরে তার থেকে ১৫% শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে ১৭০ কোটি টাকায়। এর ফলে রাজ‍্য সরকারের ক্ষতি হয় ৫০০ কোটি টাকারও বেশী। বিধান সভায় এভাবে বাদ প্রতিবাদের তীব্র নিন্দা করেন কংগ্রেসের আব্দুল মান্নান মহাশয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।