জেলা

হাওড়ার টুকিটাকি


চিন্তন নিউজ:২৪শে জানুয়ারি: সংবাদদাতা অঙ্কন রক্ষিত:– গতকাল ২৩ জানুয়ারি এস এফ আইয়ের বি গার্ডেন আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হোলো বি গার্ডেনে কোলে বাজারে কমঃ অভিমন্যু মঞ্চে (চৌধুরী মঞ্জিলে)।

পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন। শহিদ বেদি থেকে মঞ্চ অবধি এস এফ আই কর্মীরা মিছিল করে যান। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য পেশ করেন সংগঠনের প্রাক্তন নেতা কমঃ সুপ্রিয় চক্রবর্তী। এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন জেলা সম্পাদিকা কমঃ সুলতানা খাতুন।নারি নির্যাতন, সাম্প্রদায়িকতা বিরোধি প্রস্তাব উত্থাপিত হয়। সম্পাদকীয় প্রতিবেদনের উপর প্রতিটি ইউনিট থেকে প্রতিনিধিরা আলোচনা করেন। ১১ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠিত হয় সম্মেলন থেকে। কমঃ সৌম্যদীপ ঘোষ সম্পাদক, কমঃ নিলাদ্রী দে সভাপতি ও কমঃ রিম্পা চক্রবর্তী পত্রিকা সম্পাদক নির্বাচিত হন।

সর্বনাশা তিনটি কৃষি আইন, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন,বিদ্যুৎ বিশ সংশোধনী ২০২০, নতুন শিক্ষানীতি প্রত্যাহার ও কর্মসংস্থানের দাবীতে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষ্যে পদযাত্রা হাওড়ায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।