রাজ্য

রাজ্যে ফের জিএসটি প্রতারণা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৮ জুন: আবার ২০০কোটি টাকা কেলেঙ্কারির পর্দাফাঁস। এবার কেলেঙ্কারি খোদ কলকাতাতেই। জিএসটি প্রতারণার কাজে সেন্ট্রাল জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ দপ্তর। প্রতারণার মাথা এক চাটার্ড অ্যাকাউন্টেট। মোট চারজন ধৃত এই কেসে।
কিভাবে চালাতো এই প্রতারণা? এই দুটি দপ্তর সূত্রে খবর প্রতারকরা ৭২১ কোটি টাকার জাল ব্যবসা ফেঁদে বসেছিল। যার সরকারি জিএসটি, রাজস্ব ১০০কোটি টাকা। বিষেশজ্ঞদের মতে ২০০কোটি টাকা ছাড়িয়ে যাবে এই প্রতারণার অঙ্ক।
এর আগেও জিএসটি প্রতারণা কান্ডে কলকাতা থেকে গ্রেফতার হয়েছিল এক জিএসটি অফিসার। সেবারও জিএসটি ফাঁকির অঙ্ক ছিল ১০০কোটি টাকা।
এবারের অভিযুক্তদের আলীপুর কোর্টে তোলা হ’লে বিচারক ১০দিনের পুলিশ হেফাজত দেন।এই প্রতারণার তদন্ত চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।