খেলাধূলা বিদেশ

এশিয়া কাপ টি – টোয়েন্টি আয়োজনের সবুজ সংকেত শ্রীলঙ্কাকে


মীরা দাস: চিন্তন নিউজ:১০ই জুন:- এশিয়া কাপ, টি ২০ র দায়িত্ব নিতে রাজী হয়েছে শ্রীলঙ্কা, সম্মতি মিলেছে কাউন্সিলের ….

সবুজ সংকেত পেয়েছে শ্রীলঙ্কা এশিয়া কাপ টি টোয়েন্টি আয়োজন করার জন্য। শ্রীলঙ্কা র ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা জানালেন। এল এল সি বোর্ড প্রেসিডেন্ট ” ৮ই জুন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে একটি অন লাইন মিটিং হয়েছে। এশিয়া কাপ আয়োজনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।

আয়োজক দেশ ছিলো পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহীতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে ইউ- এন টুর্নামেন্ট আয়োজন করতে বাধার সম্মুখীন হবে। অপর দিকে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি শ্রীলঙ্কাতে, তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল সবুজ সংকেত দিল শ্রীলঙ্কাকে।

শাম্মি সিলভা জানিয়েছেন তারা ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে এই কথা বলেছেন। এশিয়া সেরার লড়াইয়ে মাঠে নামবে ৬ টি দেশ। পাঁচটি পুর্ণ সদস্য ( ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ) এবং একটি কোয়ালিফাইং দল। এখন শ্রীলঙ্কা সরকারের সাথে আলোচনা করে কোভিড ১৯ প্রোটোকলকে সামনে রেখে কি ভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করা যায় সে সম্পর্কে পরিকল্পনা গ্রহন করতে হবে ।

..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।