জেলা রাজ্য

মুর্শিদাবাদ জেলার কান্দিতে বিনামূল্যে বাজার ও সুদীপ্ত কিটস বিতরণ।


কৌশিক রায়: চিন্তন নিউজ:১০ই জুন:– লকডাউনের শুরু থেকেই বিপর্যস্ত মানুষের পাশে এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই প্রতিনিয়ত কাজ করে চলেছে । ডি ওয়াই এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটি কমিউনিটি কিচেন থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে নিজেদের তৈরি ছাতুর প্যাকেট সহ জল মুড়ি চিড়ে অন্যান্য শুকনো খাদ্যদ্রব্য সরবরাহ করে আসছে।
আজ কান্দি শহরে এস‌এফ‌আই-ডিওয়াএফ‌আই কান্দি লোকাল কমিটির উদ্যোগে দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যের বাজার ও ছাত্রছাত্রীদের জন্য ‘সুদীপ্ত কিটস’ বিতরণ করে।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ছাত্র ও যুব নেতা, বর্তমানে সিপিআইএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড তুষার দে। উদ্বোধনী ভাষণে কমরেড দে বর্তমানে কঠিন পরিস্থিতিতে এস এফ আই ও ডিওয়াইএফ আই কর্মীদের এই নিরলস প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি জোসেফ হোসেন ও ডিওয়াইএফ এর জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা আজকের অনুষ্ঠানে ১২০জন দুঃস্থ মানুষের হাতে সব্জি ও ৮০ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সুদীপ্ত কিটস প্রদান করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।