জেলা

সারাভারত কৃষকসভার নতুন ব্লক কমিটি গঠন – নবগঠিত বানারহাট ব্লকে


সঞ্জিত দে: ধূপগুড়ি:, চিন্তন নিউজ:- ১৮ সেপ্টেম্বর ঃ-শনিবার ডুয়ার্সের গয়েরকাটায় সারাভারত কৃষক সভার বানারহাট ব্লক কমিটি গঠন করার জন্য কনভেনশন ডাকা হয়।সম্প্রতি প্রশাসনিক ভাবে ধূপগুড়ি ব্লক দ্বিখণ্ডিত করে বানারহাট ব্লক গঠিত হয়েছে।নয়া এই ব্লকের কৃষক সভা কে ঢেলে সাজাতে এই কনভেনশন করা হয়।এ-ই কনভেনশন উদ্বোধন করে বক্তব্য রাখেন কৃষক সভার জেলা সম্পাদক আশিষ সরকার।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি প্রানগোপাল ভাওয়াল জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার। ছয় জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে এই ব্লক এলাকার সাংগঠনিক কাজের নানা দিক তুলে ধরেন। কনভেনশন পরিচালনা করেন জেলা কৃষক সভার প্রবীন নেতা জ্যোতি গোস্বামী। সভা শুরুর আগে বিরাট মিছিল গয়েরকাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মূলত চা বাগান অধ্যুষিত এই ব্লকে কয়েকটি গ্রামপঞ্চায়েত কৃষি কাজের উপর নির্ভরশীল এছাড়া বনবস্তিও রয়েছে এই ব্লকে। সভা থেকে ২৩ জনকে নিয়ে নয়া ব্লক কমিটি গঠন করা হয়। গোপাল ছেত্রী কে সভাপতি কানু কুমার রায়কে সম্পাদক নির্বাচিত করা হয়।

উক্ত সভা থেকে – আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধকে সর্বাত্মক চেহারা দিতে হবে। কৃষিকাজ ও কৃষককে বাঁচাতে হলে সেই সাথে দেশের আপামর জনগনের প্রতিদিনের জীবনযন্ত্রণা থেকে মুক্তির দিশা পেতে হলে রাস্তায় নেমেই সরব থেকে এই বনধকে সফল করে তুলতে হবে।গ্রামে শহরে প্রতিটি পাড়ায় মহল্লায় টারিতে বন্ধের দাবিগুলি নিয়ে আর সময় নষ্ট না করে জোরালো প্রচারে যেতে হবে। শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা শিক্ষক কর্মচারীদের সকল সংগঠনকে নিয়ে যৌথ ভাবে প্রচারের কর্মসূচি নিতে হবে। এই আহ্বান জানালেন কৃষক নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।