চিন্তন নিউজঃ–জয়দেব ঘোষ-আজ ১৮ই সেপ্টেম্বর রামমোহন লাইব্রেরী হলে শিক্ষা কেন্দ্রীয়করণ বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কনভেনশনে বক্তব্য রাখেন এবিপি টি এ র সাধারণ সম্পাদক কমরেড মোহনদাস পন্ডিত।কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি কমরেড দেবাশীষ দত্ত, সহ সভাপতি কমরেড সমর চক্রবর্তী,কোষাধক্ষ্য কমরেড মোহাম্মদ আলাউদ্দিন,কমরেড প্রদ্যুৎ ঘোষ,কমরেড দেবাশীষ দাস,কমরেড কাহার সাহেব।
সন্দীপ সিংহঃ-পঃবঃবিজ্ঞান মঞ্চ ব্যাণ্ডেল মগড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মসূচী।
কমরেড সৌরভঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী),চুঁচুড়া এরিয়া কমিটি,১১ নং ব্রাঞ্চ সম্মেলন,সফল হল।
সোমনাথ ঘোষঃ-শিয়াখালা ২নং শাখার ২য় সম্মেলন পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে শুরু হয়।
সম্মেলন এর উদ্বোধন করেন এরিয়া কমিটির সদস্য কমঃসোমনাথ ঘোষ । কমরেড তপন ব্যানার্জী সম্পাদক, কমরেড সাগর চন্দ্র নন্দী ফান্ড ইনচার্জ ও কমরেড বিশ্বজিৎ চ্যাটার্জি পত্রিকা ইনচার্জ হিসাবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন। উপস্থিত ছিলেন কমরেড আশীষ চ্যাটার্জি ও কমরেড সুদীপ্ত দাস।
আজ সি.পি.আই.(এম), শিয়াখালা-১ শাখার সম্মেলন “বিমল স্মৃতি”(শিয়াখালা এ.সি.)-তে অনুষ্ঠিত হয়। শাখার ৮ জন পার্টি সদস্যের মধ্যে ৭ জন ও ২ জন প্রার্থী সদস্যই উপস্থিত ছিলেন। এরিয়া কমিটির ৩ সদস্য কমরেড মুসা হালদার, কমরেড পুস্প পাত্র ও কমরেড রঘুনাথ ঘোষ উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে কমরেড তাপস ঘোষ-সম্পাদক, কমরেড বিপ্লব মুখার্জ্জী- ফান্ড ইনচার্জ ও কমরেড ইন্দ্রজিৎ কোলে-পত্রিকা ইনচার্জ হিসাবে সর্বসম্মতি’তে নির্বাচিত হয়েছেন।
কমরেড সিদ্ধার্থ গুহঃ- ডানকুনি সিপি আই এম এরিয়া কমিটির অন্তর্গত মৃগালা ৫নং শাখা সম্মেলন অনুষ্ঠিত হলো।। সভাপতিত্ব করেন কমঃ সুভাষ দাস।
নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে কমঃ প্রশান্ত।