রাজ্য

ফুটপাথ ঘিরে চলছে নির্মাণের কাজ,খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়।


মীরা দাস :চিন্তন নিউজ:১৮ই জুলাই:–আজ দুবছর ধরে ফুটপাথ আটকে চলছে নির্মান কাজ মুখ্যমন্ত্রীর পাড়ার মানুষ ক্ষুব্ধ।

হাজরা রোডের উপরে ফুটপাথের একাংশ বন্ধ করে বাডি নির্মান করা হচ্ছে
73.নং অন্তরগত ঐ রাস্তার ফুটপাথ বন্ধ থাকাতে বড় রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে ,এই নিয়েই স্। স্থানীয় নী

বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । জানা গিয়েছে নির্নিয়মান বাডী টি সরকারী স্বাস্হ্যকেন্দ্র হওয়ার কথা । আজ দুবছর যাবৎ ফুটপাথ বন্ধ থাকায় সাধারন পথচারী ,স্কুলের ছোট বাচ্ছাকে নিয়ে রাস্তার ধার ঘেঁষে হাঁটা খুবই ঝুঁকি পুর্ন ।
স্হানীয় বাসিন্দা রবিদাস বলেন ফুটপাথ হাঁটাচলার জন্য সেটা এতদিন ধরে বন্ধ রাখা খুবই অনৈতিক কাজ ।ঐ বাড়ীটির গা ঘেঁষে আর ও একটি বাড়ী তৈরী হচ্ছে যেটি মুখ্যমন্ত্রীর ভাই এর ,এর ফলে ফুটপাথ দীর্ঘদীন ধরে বন্ধ হয়ে থাকাতে ,মানুষের ক্ষোভ দিনদিন বাড়ছে ।স্হানীয় জন প্রতিনিধি কে সমস্যার কথা জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি বা সুরাহার চেষ্টা করেন নি .। এই ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য স্হানীয় কাউন্সিলর রতন মালাকারের সংগে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি ।

প্রতিবেদক …….মীরা দাস ..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।