রাজ্য

এবিটিএ এর উদ্যোগে কর্ণসূবর্ণ মধুপুর এলাকায় দুঃস্থদের খাদ্যসামগ্রী ও সচেতনতা মূলক পত্রিকা বিলি



দিব্যেন্দু ধর: চিন্তন নিউজ:১২ই এপ্রিল:- করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন যেমন করতেই হবে, মানতে হবে, ঠিক তেমনই এই লকডাউনে দিনমজুরদের ও তাদের পরিবারের অবস্থা সঙ্গীন। তাদের খাদ্যসংস্থানের কোনো উপায় নেই।

তাই আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (ABTA)বহরমপুর পশ্চিম আঞ্চলিক শাখার উদ্যেগে দৈনিক কাজ না থাকা কিছু দুঃস্থ ও আর্ত পরিবারকে খাদ্যসামগ্রী ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রকাশিত সচেতনতা মূলক পত্রিকা বিলি করা হয়। কর্ণসুবর্ণ মধুপুর এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতৃত্বে ছিলেন আঞ্চলিক শাখা সম্পাদক প্রতাপচন্দ্র দে ,হৃদয় ঘোষ ,প্রধান শিক্ষক দুর্গা পদ দত্ত, মহাদেব মন্ডল, কৃষ্ণ চন্দ্র টুডু প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।