রাজ্য

অভুক্ত যৌনকর্মীদের খাদ্যসামগ্রী পৌঁছে দিল যুব ফেডারেশন ইসলামপুর


বিপ্লব সেন: চিন্তন নিউজ:১১ই এপ্রিল:–লকডাউনের জেরে প্রায় দিশেহারা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর চম্পাবাগের বাসিন্দারা। তারা পেশায় যৌন কর্মী। দীর্ঘদিন তাদের রুজি রোজগার বন্ধ। শহরে যেতে পারেন না লকডাউনের জেরে।

ঘরে খাওয়ার নেই,কপালে চিন্তার ভাঁজ। এমত অবস্থায় তাদের পাশে দাঁড়াল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।আজ ৭৫ জন যৌন কর্মীদের হাতে চাল,ডাল,আলু,সয়াবিন,সর্ষের তেল তুলে দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ইসলামপুর উত্তর লোকাল কমিটি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।