বিদেশ

অবশেষে ইরানের​ প্রত‍্যাঘাত


রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:৮ই জানুয়ারি:আজ, ৮ই জানুয়ারি , সকালে ইরান , ইরাকের মরুভূমিতে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে বোমা বর্ষণ করে। সংবাদ সংস্থার তথ‍্যে প্রকাশ ,বর্তমানে ইরাকে নিযুক্ত ৫০০০ সৈন‍্যের মধ্যে ১৫০০ সৈন‍্যই আছে এই ঘাটিতে।

১৯৮০ সালে নির্মিত এই সৈন‍্যাবাস ইরাকের সর্ববৃহৎ
ও গুরুত্বপূর্ণ মার্কিন সমরকেন্দ্র। এখনও হতাহতের কোনও বিবরণ পাওয়া যায় নি। কোন সুত্রে​ই মার্কিন প্রতিক্রিয়া জানা যায় নি।

ইসলামিক স্টেট তথা সন্ত্রাসবাদী শক্তির সক্রিয় বিরোধী , মার্কিন হামলায় অধুনা নিহত সোলেইমানির মৃত‍্যুতে শোক প্রকাশ করে ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকা শীঘ্রই ঐ আক্রমণের প্রত‍্যাঘাত পাবে। সেই পরিপ্রেক্ষিতে মার্কিন সেনাঘাটিতে ইরানের এই আক্রমণ যথেষ্ট বার্তাবহ।
ব্রিটেনসহ বিভিন্ন রাষ্ট্র শক্তি এই আক্রমণের নিন্দা করেছে।
সমগ্র শান্তিকামী​ বিশ্ববাসীর
প্রতীক্ষা – ‘ অতঃ কিম্ !?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।