জেলা রাজ্য

ঐতিহ্যের ৮৪ উত্তরাধিকারের ৫০


    গৌতম প্রামানিক: চিন্তন নিউজ:২৮শে ডিসেম্বর:- ছাত্র আন্দোলনের শুরুর ঐতিহ্যকে বহন করে ১৯৭০ সালে মতাদর্শগতভাবে “ভারতের ছাত্র ফেডারেশন”-র লড়াই, সংগ্রাম, আন্দোলন ও আত্মত্যাগের মধ্যে দিয়ে আজ ৫০ এ পদার্পন!!  এক ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে ভারতের সর্ব বৃহৎ ছাত্র সংগঠন এস‌এফ‌আই  কলকাতার বুকে বহু উজ্জ্বল ঘটনা, আজ ছাত্র আন্দোলনের ইতিহাসে চিরদিন সর্নাক্ষরে লেখা থাকবে!!

কলকাতা জেলা “ভারতের ছাত্র ফেডারেশন” ঐ ধারাবাহিকতাকে স্মরণের মধ্য দিয়ে শহিদ ও প্রয়াত কমরেডদের স্মরণ করলো। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে (মেট্রো স্টেশন) ঐতিহাসিক ছাত্র সমাবেশ সংঘটিত করেছে। ঐ সভায় সভাপতিত্ব করেন ঐ জেলার সংগঠনের সভাপতি কমরেড অর্জুন রায়, বক্তব্য রাখেন জেলার সম্পাদক কমরেড সন্ময় রাহা, জেলার প্রাক্তন সম্পাদক কমরেড মানব মুখোপাধ্যায়, পরবর্তী সম্পাদক কমরেড কনিনীকা বোসঘোষ এবং সভাপতি কমরেড কল্লোল মজুমদার ও সর্বভারতীয় এস‌এফ‌আই সভাপতি কমরেড ভি পি শানু।

এখানে সভা শেষে এক বর্ণাঢ্য ছাত্র মিছিল বের হয় “ছাত্র আন্দোলনের পীঠস্থান” কলেজ স্কোয়ার পর্যন্ত। সমাবেশ ও মিছিল ভবিষ্যতের গণআন্দোলনকে শক্তিশালী করার বার্তা বহন করলো।




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।