মিতা দত্ত: চিন্তন নিউজ:২৮শে ডিসেম্বর:- ভাগীরথীর বাঁধ ঘেঁষা জনবসতি। বেশীরভাগ অপারবাংলার মানুষ।পাড়ার মানুষ তৈরী করে এক মন্দির । সেখানে প্রতিষ্ঠিত করা হয় কালীর মূর্তি ।বারোমাস পূজো হয়। এলাকার লোকজনই থাকে। জাগ্রত বলে তেমন প্রচার নেই। গত দুইদিন আগে হঠাৎ প্রচার হয়, মা কাঁদছে। এলাকার জনগণের দাবী, একটি বাচ্চা প্রথমে দেখে। সেই বাচ্চাটি বাড়ি বাড়ি বলে। মুহূর্তে মুখরোচক খবরের মতো ছড়িয়ে পড়ে। অনেকেই দেখতে যায়।
এলাকার লোক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা শাখাকে ঘটনাটি জানায়।আজ সকালে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানায় এবং সরেজমিনে ঘটনার তদন্ত করে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে।কেউ বলেছে ঝড়ঝড় করে জল গড়াচ্ছে, কেউ বলছে জলের দাগ। পুরোহিতকে পাওয়া যায় নি।
বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদলের দাবী চোখে গ্লিসারিন বা ঐ জাতীয় কিছু লাগানো হয়েছে। তাই স্পট। শুধু চোখে না নাকেও লাগানো হয়েছে। প্রতিনিধিদলের দল ঠিক করেছে মানুষকে সচেতন করার জন্য ওখানে সভা করবে।