নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৪শে মার্চ:–ভারতের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠলেন, তিনি তাঁর অভিজ্ঞতা ও সতর্কতার কথা বলেন মানুষের উদ্দেশ্যে। যখন দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সময় আগ্রার অমিত কুমার সুস্থ হয়ে উঠে এক আশা জাগালেন দেশের মানুষের মধ্যে।
অমিত কুমার সহ তাঁর পরিবারের ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, প্রাথমিক লক্ষণ বুঝে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন, এবং পরিবারের প্রত্যেকে আইশোলেশনে চলে যান। আজ তাঁরা সবাই সুস্থ।
অমিত কুমার এক উদাহরণ, তিনি এই অন্ধকার সময়ে আলোর পথ দেখালেন।নিজে বাঁচলেন, অপরকে বাঁচতে সাহায্য করলেন। স অমিত কুমার বলেন, সরকার ও চিকিৎসকদের কথামতো চলা উচিৎ। রোগ লুকিয়ে রেখে বাঁচা যায় না। ইউরোপের দেশগুলোর মত যেন ভারতে করোনা না ছড়ায়। তিনি আরও বলেন, রোগ ধরা পড়লে প্যানিক না করে আইশোলেশনে যান, অযথা আতঙ্ক না করে সাবধান থাকুন। সচেতন না হ’লে বিপদ সবার।