শুক্লা ভৌমিক: চিন্তন নিউজ:৩রা মার্চ:- অনুপ মাঝি ওরফে লালা ও বিনয় মিশ্রের কাছে টাকা পৌঁছে দিত, কাদের মারফত? দীর্ঘদিন ধরে এবিষয়ে খোঁজখবর চালাচ্ছিল ইডি, সিবিআই। তালিকায় উঠে এসেছিল কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নাম। ইতিমধ্যেই তাঁদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এবার কয়লা কান্ডে বামাপদকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে আনার পর তাকে সি বি আই সারারাত ম্যারাথন জেরার পরে যে তথ্য সামনে এসেছে তা হলো বামাপদ অনুপ মাঝির হেল্পার হিসাবে কাজ করতেন। এই কয়লা শিলিগুড়ি ডালখোলা হোয়ে রাজ্যে ঢুকত, এর জন্য নিচু তলার কর্মীদের মাসিক হিসাবে দিতে হতো ৪৫ কোটি টাকা কোরে এবং পুলিশ প্রশাসনকে দিতে হতো ৬০ কোটি টাকা। এর থেকে বোঝা যাচ্ছে কতো পরিমান কয়লা চুরি হতো। বামাপদকে জিজ্ঞাসাবাদ করার পর আরো কয়েকজনের নাম উঠে আসে, আগামীকাল আবার জিজ্ঞাসাবাদ করে তাকে রাজ সাক্ষী করা হোতে পারে বলে সূত্রের খবর।
