রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

আওয়াজ তোলো সবাই মিলে ,ঘরে বসে পোস্টার হাতে–


চিন্তন নিউজ:২০শে মে:– আজ রাজ্যজুড়ে এস‌এফ‌আই এর কর্মসূচি নিম্নলিখিত দাবিগুলো নিয়ে– প্রতিটি জেলায় পালিত হ’ল কর্মসূচি।দাবিগুলো নিম্নলিখিত:-

লক ডাউন পরবর্তী সময় শিক্ষাসূচী ও শিক্ষাদানের পদ্ধতি সমন্ধে ছাত্র ,শিক্ষক, শিক্ষাকর্মী সকলের সাথে আলোচনার ভিত্তিতে নীতি প্রণয়ন করতে হবে।

মুষ্টিমেয় সুবিধা প্রাপকের স্বার্থে অন লাইনে শিক্ষাদান, পরীক্ষা বা মূল্যায়নকে বাধ্যতামূলক না করে সকলের জন্য শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারী ব্যয় বরাদ্দ বাড়াতে হবে।

লক ডাউন মিটলে সোস্যাল ডিসট্যান্সিং মেনে সাবজেক্ট নোট প্রদান করে ও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করে পর পরীক্ষা নিতে হবে।

ভিন রাজ্যে আটকে পড়া ছাত্র ও এ রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের ছাত্র দের ঘরে ফেরাতে সরকারি হেল্প-লাইন চালু করতে হবে।

তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে শিক্ষাবর্ষের পরিবর্তনের সাথে উচ্চতর ডিগ্রির পরীক্ষা ও চাকরি সংক্রান্ত প্রতিযোগিতা মুলক পরীক্ষার সময়সূচিকে সঙ্গতিপূর্ণ করতে হবে।

স্কুল শিক্ষায় এক শিক্ষাবর্ষ ও উচ্চশিক্ষায় এক সেমিস্টারের সমস্ত ফি মকুব করতে হবে এবং ছাত্র ও গবেষকদের স্কলারশিপ চালু রাখতে হবে। প্রয়োজনে বিশেষ সরকারি প্যাকেজ দিতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।