জেলা রাজ্য

অবশেষে আত্মসমর্পণ করলেন দুর্নীতিতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৩রা জুলাই:- বিভিন্ন সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস পরিচালিত ৪নং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা খাতুন। এলাকার মানুষের ক্ষোভ বাড়ছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলোর প্রশাসনিক তদন্ত শুরু হওয়ার পর পঞ্চায়েত আইন মেনে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা উপপ্রধান সুমিত্রা বর্মনকে প্রধানের দায়িত্ব প্রদান করেন। দূর্নীতিতে অভিযুক্ত ওই প্রধান দীর্ঘদিন ফেরার থাকার পর উচ্চ আদালতে জামিনের আবেদন করে এবং তা খারিজ হয়ে যায়।

অন্যদিকে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করলেন বিন্দোলের প্রাক্তন লায়লা খাতুন। সূত্রের খবর আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।