জেলা

আজকের হুগলি জেলার সংবাদ_


অরিত্র শীল :- চিন্তন নিউজ:২৯শে আগস্ট,২০২০:- ফেসবুকে কেন নরেন্দ্র মোদির সমালোচনা করে পোস্টিং করেছেন,এই অভিযোগে বাঁশবেড়িয়ার বামপন্থী মহিলা যুব নেত্রীর বাড়িতে হামলা করে একদল বিজেপি সমর্থক।এই রাজনৈতিক হামলার প্রতিবাদে , সোস্যাল মিডিয়ায় বাক্ স্বাধীনতা রক্ষার দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের হুগলি জেলা কমিটির পক্ষে যৌথ ভাবে হুগলির ঘড়ির মোড়ে এক বিক্ষোভ সভা ও জেলাশাসককে ডেপুটেশন দানের আয়োজন করা হয়।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল শ্রীরামপুর থেকে জানিয়েছেন যেভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) হুগলী জেলা কমিটির উদ্যোগে আজ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ডেপুটেশন কর্মসূচি পালিত হলো।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলী জেলা কমিটির দাবি (DYFI)
.সরকারি হাসপাতালে রেপিড টেস্ট করাতে হবে ।হাসপাতালে কোভিড ছাড়া অন্য অসুখের‌ও চিকিৎসা করাতে হবে । কোন রোগীকে ফেরানো চলবে না । চিকিৎসা গাফলতি করে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা দিকে ঠেলে দেওয়া যাবে না ।
জেলায় কোভিডে চিকিৎসা শয্যা সংখ্যা বাড়াতে হবে । কোয়ারেন্টাইন সেন্টার সংখ্যা বাড়াতে হবে। কোভিড আক্রান্ত রোগীর বাড়ির লোকের সাথে কথা বলার ব্যবস্থা করতে হবে ।
ব্লাড ব্যাংক গুলি সচল রাখতে হবে ।কোভিডে বেসরকারী সরকারী চিকিৎসা ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ করতে হবে । এই ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী, হুগলী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সন্দীপন চ্যাটার্জি, হুগলী জেলা কমিটির সদস্য তথা এস‌এফ‌আই হুগলী জেলা কমিটির সভাপতি নবনীতা চক্রবর্তী।
এছাড়া আজকের কর্মসূচিতে সভাপত্বিত করেন শচীন রায়। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীরামপুরে পূর্ব লোকাল কমিটি সম্পাদক প্রতীক চক্রবর্তী তথা হুগলী জেলা কমিটির সদস্য। ছাত্র নেতা তমোঘ্ন ঘোষ রায়। এছাড়া শ্রীরামপুর পশ্চিম লোকাল কমিটি সম্পাদক প্রবাল কর উপস্থিত ছিলেন।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে খানাকুল ১ ব্লকের অধীন খানাকুল ১ পঞ্চায়েত এর ঢিয়ারা পাড়ার একটি রাস্তা প্রায় ২০ বছর আগে তৈরী হয়েছিল। বাম আমলে ১০০ দিনের কাজ প্রকল্পে দু’একবার মাটি ফেলে রাস্তাটি ঠিকঠাক রাখার ব্যবস্থা করা হয়েছে কিন্তু গত নয় বছরে রাস্তাটির কোন সংস্কার করা হয় নি।। এলাকার মানুষদের অভিযোগ প্রতি বর্ষায় জল জমে কাদা মাটি জল এ ভর্তি হয়ে যায় এবং তা চলাচল এর অযোগ্য হয়ে যায়। বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় মশার উপদ্রব বাড়ে। পঞ্চায়েত এ বারবার বলা স্বত্বেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।। অনেক বার বিক্ষোভ কর্মসূচি হয়েছে কিন্তু কোন ফল হয়নি।।

সুপর্না আরও জানিয়েছেন যে বর্ষার সময় জলযন্ত্রনা ব্যান্ডেল বাসীর নিত্যদিনের সঙ্গী।।ব্যান্ডেল স্টেশন রোড অল্প বৃষ্টি তেই জল যায় ,ভারী বৃষ্টি হলে তো আর কোন কথাই নেই।। দীর্ঘ দিন এর অবস্থা মেটাতে স্থানীয় পঞ্চায়েত, বিধায়ক এবং রেল দফতর সবার কাছে দরবার করা হলেও কোন সুরাহা হয় নি।। ব্যান্ডেল স্টেশন পৌঁছতে বা বাজারে যেতে হলে এই রেলপুল পেরিয়ে যেতে হয়।। ফলে এইখান দিয়ে যেতে না পেরে রেললাইন টপকে যাতায়াত করে ফলে দূর্ঘটনা ঘটতেই থাকে।

সোমনাথ ঘোষ :- আরামবাগ থেকে জানিয়েছেন শিয়াখালা এলাকার পাতুল গ্রাম কৃষক কমিটির ও চকতাজপুরে গ্রাম ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হল।
সম্মেলন কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড রঘুনাথ ঘোষ ও কমরেড বিশ্বজিৎ মাজি কমরেড শুকদেব দাস বক্তব্য রাখেন।
ক্ষেতমজুর মা বোনেদের উপস্থিতি উল্লেখযোগ্য ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।