জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ২০শে জানুয়ারি – যাহা নবান্ন তাহাই ছাপান্ন, কাজ ও শিক্ষা চাই সবার জন্য
হাল ফেরাও লাল ফেরাও। স্লোগানে যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশন, বর্ধমান শহর,
আগামী ১১ই ফেব্রুয়ারী নবান্ন অভিযানের সমর্থনে বর্ধমান শহরের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটে বেলা ৩ টে থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হলো ছাত্র যুব সমাবেশ।বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, যুব ফেডারেশনের জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস সহ শহর১ আঞ্চলিক কমিটির সম্পাদক সোহম ঘোষ, শহর ২এর সম্পাদক সঞ্জয় মৃধা, ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, শহরের সম্পাদক দিব্যেন্দু নন্দী। সভায় সভাপতিত্ব করেন চন্দন ভট্টাচার্য্য।

আগামী ২ রা ফেব্রুয়ারী সি পি আই এমের পূর্ব বর্ধমান জেলা সমাবেশকে সামনে রেখে আজ কাটোয়া শহর এরিয়া কমিটিতে বুথকর্মীদের সভা হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, জেলা কমিটির সদস্য অঞ্জন চ্যাটার্জী।
সভাপতিত্ব করেন পার্টির কাটোয়া শহর এরিয়া সম্পাদক প্রকাশ সরকা্র।

কালনা ২, ভারতের কমিউনিষ্ট পার্টি (মাঃ) সর্বনাশা কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে, রেল, ব্যাঙ্ক, বিমান কয়লার খনি বিক্রির প্রতিবাদে, বেকারের কাজের দাবিতে ও ২ রা ফেব্রুয়ারী বর্ধমানে মাণিক সরকারের সমাবেশ সফল করার লক্ষে বৈদ্যপুর অঞ্চলের জনসভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীকুমার দুবে । বক্তব্য রাখেন আমজাদ হোসেন , নবকুমার বাগ, মিতালী মুখার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।