চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ১০ ই জানুয়ারি,২০২১:– – করোনা পরিস্থিতি অবস্থায় বহুদিন ধরে বিদ্যালয় শিক্ষা, ছাত্রছাত্রীদের খেলাধুলা সব বন্ধ থাকায় তাদের মধ্যে এক ধরণের হতাশা, মনোসংযোগের অভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিকে বদলানোর জন্য শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এলাকার সব বাচ্চাদের নিয়ে বর্ধমান শহর ১, ৪ নম্বর ইছলাবাদ জলকল মাঠে।
সি পি আই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে ৩-১০ জানুয়ারি চলছে ‘বাড়ি বাড়ি গণ অর্থসংগ্রহ অভিযান’।
২ ফেব্রুয়ারি বর্ধমানের টাউনহলে ‘ফেরাতে হাল-ধরো লাল’ স্লোগানকে সামনে রেখে সমাবেশ। বক্তব্য রাখবেন মানিক সরকার।
আজ সকালে বর্ধমান শহরের ১৮ ও ৩৫ নং ওয়ার্ডের সংযোগস্থলের মূল রাস্তা ভাতছালা স্টাইলো মোড় থেকে গোলাহাট মোড় পর্যন্ত বাড়ি বাড়ি গণ অর্থসংগ্রহ করা হলো। সঙ্গে ছিলেন পার্টি নেতা তাপস সরকার।
গুসকরা পূর্ব এরিয়া কমিটি এলাকার দিগনগর অঞ্চলের ২২২ নং বুথ এলাকার দক্ষিণ পাড়ায় পার্টির ডাকে জনসংযোগের কর্মসূচি হিসাবে গণ অর্থ সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেয় পার্টির জেলা কমিটির সদস্য আলমগীর মন্ডল, এরিয়া কমিটির সদস্য গৌতম রায় ও পার্টির কর্মীরা।