গৌতম প্রামানিক: চিন্তন নিউজ:১০ ই জানুয়ারি:–গতকাল এসএফআই – ডিওয়াইএফআই শিয়ালদহ বৌবাজার আঞ্চলিক কমিটির অন্তর্গত ৫১ নম্বর টেরিটোরিয়াল ইউনিটের উদ্যোগে যে ক্রীড়া প্রতিযোগিতা চলছে আজ তার সমাপ্তি হয়। তাদের এই উদ্যোগের লক্ষ্য ও তার দরুন কি ফল, অঞ্চলের ছাত্র-যুব সমাজের মধ্যে সে কথা গতকালের খবরে বিস্তারিত ভাবেই তুলে ধরেছিলাম। আজকের অনুষ্ঠান কি ছিল সেটাও গতকালের খবরে জানিয়েছি। স্বাভাবিকভাবেই বিস্তারিত না লিখে আজকের বিবরণ তুলে ধরছি।
আজকে ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন ও ক্যারম টুর্নামেন্ট আগেই সম্পন্ন হয়েছিল, এই সবটারই পুরস্কার বিতরণ করা হয় সমাপ্তির মঞ্চ থেকে। সকাল থেকেই ক্রিকেট শুরু হয়, ঠিক বিকালে ৪টায় ফাইনাল অনুষ্ঠিত হয়। ৫ জন প্রতি দলে ছিল, খেলা ছিল ৫ ওভারের। এক একটা পাড়ার এক এক রকমের নাম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে সংগঠনের মুখপত্র বোর্ড উদ্বোধন হয়। এসএফআই মুখপত্র এর “ছাত্র সংগ্রাম” ও ডিওয়াইএফআই এর মুখপত্র “যুবশক্তি”। ছাত্রসংগ্রাম উদ্বোধন করেন এসএফআই কলকাতা জেলা সভাপতি কমরেড অর্জুন রায় ও রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড দেবাঞ্জন দে।
যুবশক্তি উদ্বোধন করেন ডিওয়াইএফআই সর্বভারতীয় নেতা কমরেড ইন্দ্রজিৎ ঘোষ ও কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সোহম মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য স্তরের ছাত্র-যুব নেতৃত্বরা। সমগ্ৰ কর্মসূচির পরিকল্পনা ও পরিচালনা করেন ডিওয়াইএফআই শিয়ালদহ বৌবাজার আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড দেবরাজ নায়েক ও এসএফআই ৫১নম্বর টেরিটোরিয়াল ইউনিটের সম্পাদক কমরেড সৌরভ দত্ত। এছাড়াও ছাত্র-যুব ঐ ইউনিটের সকল স্তরের কমরেডরা ছাড়াও উল্লেখযোগ্য ভাবে যেটা পাওনা তাহলো অনেক তৃণমূল কংগ্রেস সমর্থক উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন।