রাজ্য

লকডাউনে আটকে পড়া অসহায় ১৫ জন শ্রমিকদের খাদ্যসামগ্রী পৌঁছে দিলো ডি ওয়াই এফ আই রামপুরহাট শাখা।


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২রা এপ্রিল:- অসহায় ১৫ জন শ্রমিকদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলো ডি ওয়াই এফ আই। মোমিনুর ইসলাম বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙায়। মোমিনুর ইসলামের সাথে লকডাউনে ১৫ জন শ্রমিক গৃহবন্দি রামপুরহাটের জয়কৃষ্ণপুর গ্রামে। এদের সকলের বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। এরা রামপুরহাটের একটি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক। লকডাউনের কারনে বাড়ি ফেরা হচ্ছে না। সামান্য বেতনে কাজ করা এই শ্রমিকদের হাতে টাকা নেই, নেই খাদ্য সামগ্রী। বাধ্য হয়ে এই শ্রমিকরা যোগাযোগ করেন ডি ওয়াই এফ আই কর্মীদের সাথে।

আবেদন করেন খাদ্য সামগ্রী দিতে হবে, তারা অসহায় অবস্থায় আছে। ডি ওয়াই এফ আই-র স্বেচ্ছাসেবক কর্মীরা সঙ্গে সঙ্গে তাদের জন্য চাল, ডাল, আলু ও নগদ কিছু টাকা ও অন্যান্য সামগ্রী শ্রমিকদের কাছে পৌঁছে দেয়। স্বেচ্ছাসেবক দলে ছিলেন ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, সামসুল আরেফিন, সুশান্ত মন্ডল, অসীম মাহারা। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে আছে ডি ওয়াই এফ আই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।