রাজ্য

ডোনাল্ড ট্রাম্প গো ব্যাক ধ্বনি সোচ্চারিত


শ্রীমন্ত মুখার্জি:চিন্তন নিউজ:২৪শে ফেব্রুয়ারি:–বিশ্ব মানবতার শত্রু, সাম্রাজ্য বাদী শক্তির শিরোমণি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ও আগামী কাল ২৪ -২৫ ফ্রেব্রুয়ারি ভারত সফরে আসার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে গো ব্যাক ধ্বনি সোচ্চারিত হ’ল।সিউড়ি শহরে ছাত্র, যুব, মহিলা,শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনের যৌথ উদ্যোগে মিছিল ও পথসভা। পথসভায় বক্তব্য রাখেন ডাঃ রামচন্দ্র ডোম ও দীপঙ্কর চক্রবর্ত্তী।

আজ ২৪.০২.২০২০ সারা দেশের সঙ্গে সিউড়ী শহর জুড়ে মিছিল, গো ব্যাক ট্রাম্প স্লোগান দিয়ে। বিকাল সাড়ে ৪ টায় সিউড়ি বাসস্ট্যান্ড থেকে।আজ লোহাপুরে বিক্ষোভ মিছিল।যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প তুমি দূর হটো।সাম্রাজ্যবাদীর পালের গোদা ডোনাল্ড ট্রাম্প তুমি দূর হটো।

মানবতার শত্রু, যুদ্ধবাজ ফ্যাসিস্টডোনাল্ড ট্রাম্প গো ব্যাক- স্লোগান তুলে রামপুরহাট রেল স্টেশনে বিক্ষোভ দেখালো এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই ।বোলপুরে ট্রাম্প বিরোধী মিছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।