চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ৪ঠা ডিসেম্বর – কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতা করে দিল্লিতে তীব্র প্রতিবাদ আন্দোলন করছে সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন কৃষক সংগঠন। এর প্রতি সংহতি জানিয়ে খন্ডঘোষ ১ এরিয়া কমিটির বাড়িশালী গ্রামে কৃষক সভার পক্ষ থেকে মিছিল করা হয়।
১৯৭৯ সালের ৪ ঠা ডিসেম্বর জমি আন্দোলনের কারণে কংগ্রেসি ঘাতকদের হাতে খুন হয়েছিলেন কৃষক সভা খন্ডঘোষ ব্লক কমিটির প্রাক্তন সভাপতি অমিয় বটব্যাল। তাঁর ৫০ তম শহীদ দিবসে সভায় উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দেশবন্ধু হাজরা, বিনোদ ঘোষ প্রমুখ।
কালনা ১ গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি ও সমর্থন জানিয়ে মিছিল ও পথসভা পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সুকুল সিকদার, শ্যামল পাল, জেলার যুব নেতৃত্ব স্বর্ণেন্দু দাস, হালিম শেখ,সুভাষ সরকার।