রাহুল চ্যাটার্জি :চিন্তন নিউজ:৯ই ডিসেম্বর:– স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করার হাইকোর্ট এর নির্দেশ ও পরবর্তীতে ডি.আই. অফিস থেকে বারংবার একই মর্মে নোটিশ দেওয়া সত্বেও বেশ কিছু শিক্ষক নিয়ম নীতি বিরুদ্ধ গৃহশিক্ষকতা করেই চলেছেন এই অভিযোগ করে আজ পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রামপুরহাট শাখার পক্ষ থেকে জিতেন্দ্রলাল বিদ্যাভবন,রামপুরহাট উচ্চ বিদ্যালয় ও রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যমন্দিরে ডেপুটেশন দেওয়া হয়। এদিন দুপুর ১২টাই রামপুরহাট পাঁচমাথা মোড়ে জমায়েত হয়ে তাঁরা বিদ্যাভবন স্কুলে যান, ও সেখানে প্রধান শিক্ষক মহাশয় এর সাথে দেখা করে তাঁদের অভিযোগ ও দাবী তুলে ধরেন। সংগঠনের নেতৃত্ব অলিকেন্দু চক্রবর্তী মহাশয় জানান, “ডিআই অফিস থেকে চার বার নির্দেশ আসা সত্বেও কিছু শিক্ষক আইন কে বুড়ো আঙুল দেখিয়ে গৃহশিক্ষকতা করেই চলেছেন। তাঁরা বাড়িতে পড়ান না বলে মুচলেকা দিলেও সেই নিয়মবিরুদ্ধ কাজ করেই চলেছেন। তিনি যোগ করেন, আর.টি.ই. আইন অনুসারে শিক্ষকদের অন্য পেশার সাথে যুক্ত থাকা যাবে না। তাই এই কাজ যাঁরা করেই চলেছেন তাঁরা নির্দেশ অমান্য করছেন।” এছাড়াও গৃহশিক্ষকতা পেশার সাথে যুক্ত বাকিরাও অভিযোগ তোলেন, অনেক শিক্ষকের স্কুল চত্বরের মধ্যেই নিজেদের টিউশনের অবাধ প্রচার সম্পর্কে। তাঁরা আরও বলেন যে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের ছলে বলে এটাই বোঝানো হয় বা হুমকিও দেওয়া হয় অন্য গৃহশিক্ষকের কাছে পড়লে বা তাঁর কাছে না টিউশন নিলে তার প্রতিফলন পরবে পরীক্ষার খাতায়। গৃহশিক্ষক সমিতির সদস্যরা এই ঘটনা গুলির প্রতিকার চেয়েছেন, যাতে করে এই যাঁতাকলে পরে তাঁদের রুটিরুজি বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য না করা হয়।
Related Articles
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১১ জানুয়ারি, ২০২২ – যুব ফেডারেশন বর্ধমান ১ আঞ্চলিক কমিটির ১৫ তম সম্মেলনকে সামনে রেখে আজ কলিগ্রাম হাটে অর্থ সংগ্রহ করার কর্মসূচি পালিত হচ্ছে। Share on: WhatsApp
” মানবিক প্রয়াস”-শুভ প্রয়াস
বর্ণালী ভট্টাচার্য:চিন্তন নিউজ:১০মে:– সারাবছর মানব সেবায় নিয়োজিত , সমাজের পিছিয়ে থাকা অবহেলিত – সুবিধাবঞ্চিত মানুষের হয়ে মানুষের দরবারে যায় সাহায্য নিতে মানুষের দরবারে যায় এই কারণে, সমাজে যারা অবহেলিত তাদেরকে সাহায্য করতে , করোণা নামক মহামারীর সময়ে লকডাউন শুরু হওয়ার দিন থেকে শুরু করে প্রতিদিন কয়েকশো মানুষকে অন্ন তুলে দেওয়ার কর্মসূচি পালন করছে ‘মানবিক প্রয়াস’।এই […]
পূর্ব বর্ধমান,
চিন্তন নিউজ ; সোনালী দত্ত দাঁ , কালনা- কল্পনা গুপ্ত, মেমারি ২ – আজ রেড বুক ডে তে কমিউনিস্ট ইশতেহার এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনাসভা হয় মেমারী-২ এরিয়ার অন্তর্গত সাতগেছিয়া, পাহাড়হাটী এবং শ্রীধরপুরে।পাহাড়হাটীতে ও শ্রীধরপুরে আলোচক ছিলেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস চট্টোপাধ্যায় ও অশেষ কোঙার। সাতগেছিয়ায় আলোচক ছিলেন পার্টির পূর্ব […]