জেলা রাজ্য

সিপিআইএম এর উদ‍্যোগে শহরের মানুষকে স্বাস্থ‍্যবিধি সচেতন করতে মাস্ক বিতরন


কিংশুক ভট্টাচার্য্য ,বাঁকুড়া : চিন্তন নিউজ:২৪ জুন:- সিপিআই(এম) বাঁকুড়া শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে বুধবার শহরের লালবাজার মোড়ে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করা হয় । সকাল ৯টার সময় লালবাজারের সব্জি বাজার এলাকায় সিপিআইএম রাজ‍্য কমিটির সদস‍্য অভয় মুখার্জি ও পূর্ব এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস‍্য প্রভাত কুসুম রায়ের নেতৃত্বে উল্লেখ যোগ‍্য সংখ‍্যার পার্টি কর্মী নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে পথচলতি বা বাজারে আসা মানুষজনকে মাস্ক পরিয়ে দেওয়া ও বিতরন কর্মসূচী পালন করেন।

এই সঙ্কটের সময়ে নিজের ও শহরের মানুষের মধ‍্যে সংক্রমণ ছড়িয়ে পরা রুখতে বাইরে থাকা কালীন মাস্ক পরে থাকা ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ও চোখে মুখে হাত না দেওয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বুঝিয়ে বলে সরকার ও হু’ প্রস্তাবিত স্বাস্থ‍্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।