রাজনৈতিক

সিআইটিইউ ও সিপিআই(এম) ইংরেজবাজার শহর কমিটির ডেপুটেশন কর্মসূচি


দেবপ্রসাদ মন্ডল: চিন্তন নিউজ:১৬ই এপ্রিল:- ★রেশনকার্ড থাক না থাক সবার জন্যে রেশন
চাই,রেশনের কালবাজারি রুখতে ব্যবস্থা চাই―
★গরিব ,নিন্ম-মধ্যবিত্ত মানুষের জন্যে ৫০০০
(পাঁচহাজার )টাকা আর্থিক অনুদান চাই―
★নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের যোগান স্বাভাবিক রাখা সহ কালোবাজারি,মজুতদারী বন্ধে সরকারি নজরদারি চাই―
★মালদা মেডিক্যাল কলেজে করোনা মোকাবিলায় পর্যাপ্ত টেস্ট চাই―
★তথ্যগোপন করে নয় ,সচেতনতা গড়ে তুলে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াই চাই―
মোট ২০ দফা দাবিতে #ইংরেজবাজার_শহর #সিআইটিইউ ও #সিপিআই(এম) এর নেতৃত্বের পক্ষ থেকে সদর মহকুমাশাসকের নিকট ডেপুটেশন কর্মসূচি।তারিখ:-১৬ই এপ্রিল,২০২০।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।