রাজ্য

নতুন বেতনক্রম চালুর দাবিতে রেগা সুপারভাইজারদের অক্টোবর মাস থেকে লাগাতার আন্দলনের ডাক।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৪শে আগস্ট:–নতুন বেতনক্রমের দাবি তে রেগা সুপারভাইজারদের অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ডাক।।
ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক এসএসকে,এমএসকে এসএসসি পরীক্ষা য় উত্তীর্ন যারাই তাদের ন‍্যায‍্য দাবি আদায়ে আন্দোলনের পথে নেমেছে তাদের উপরেই নেমে এসেছে সরকার উদ‍্যত খর্গ।চলছে দমন পীড়ন অত‍্যাচার সহ নির্বিচারে পুলিশের লাঠি ,জলকামান ও নানান ধরনের নিপীড়ন।
সরকারি স্তরে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত যে গ্রুপ ডি ,সি বিভাগের কর্মচারী রা ন‍্যুনতম ১৩০০০/১৪০০০ টাকা পান।রেগা সুপারভাইজারদের দাবি সেই একই হারে তাদের ও বেতন পরিকাঠামো চালু হোক।কিন্তু সরকারি আক্রমণ নেমে এসেছে রেগা সুপারভাইজারদের উপর।কর্মী দের ন‍্যায‍্য দাবি না মেনে উল্টে এক সরকারি সার্কুলারে অর্ধেক করে দেওয়া হয়েছে রেগা সুপার ভাইজারদের বেতন।আগে ২৫ টি শ্রমদিবসে কর্মীদেররা একদিনে
যা ভাতা পেতেন এখন তা কমিয়ে ৫০টি শ্রমদিবসে সেই ভাতা ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মৌলালি যুবকেন্দ্রে’ মনরেগা সুপারভাইজার এ্যাসোসিয়েশ’এর রাজ‍্য কনভেনশনে বিধানসভার বাম দলনেতা সুজন চক্রবর্তী বলেন,যে রাজস্থানের সরকার পারলে আমাদের সরকার কেন পারবেনা।মন্ত্রী দের ভাতা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তবে কেন নীচুতলার কাজ করে যাওয়া কর্মীরা তাদের ন‍্যায‍্য পাওনা থেকে বঞ্চিত হবে।রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০০ দিনের কাজের সুপারভাইজার দের উপস্থিতি তে তিনি বলেন গন আন্দোলনের অধিকার এ হাত পড়লে মানুষ মেনে নেবেনা।সামনে র বিধানসভা অধিবেশনে এঁদের দাবি গুলি তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।স্থায়ী কর্মী র স্বীকৃতি, পরিচয় পত্র,ন‍্যুনতম মজুরি, স্বাস্থ্য বীমা,স্বাস্থ‍্যসাথী প্রকল্পের সঙ্গে সংযুক্তি করন সহ জনগননা ও ভোটের কাজে এই কর্মীদের যুক্ত করার তিনি দাবি জানান।
এই কনভেনশনেই সংগঠনের নেতৃবৃন্দরা জানান অতীতে বামপন্থী দের চাপে গোটা দেশে গ্রামীণ মানুষের কর্মসংস্থানের যে নিশ্চয়তা প্রকল্প গুলি চালু হয়েছিল সেইগুলো বন্ধ করার যড়যন্ত্রে যুক্ত রয়েছে রাজ‍্য ও মোদী সরকার।দেশের আর পাঁচটা রাজ‍্য এইসকল কর্মীদের স্বীকৃতি দিতে পারলে আমাদের রাজ‍্য সরকার কেন পিছিয়ে সেই প্রশ্ন ও তোলা হয়।ওপরতলার বেতন বৃদ্ধি তে যখন কোনো সিলিং নেই ,তবে নীচেরতলার কর্মী রা তাদের ন‍্যায‍্য অধিকার পাবেনা কেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।